শেষ দফার প্রচারে বাংলায় জোড়া সভা-কলকাতায় রোড শো মোদীর, যানজটের আশঙ্কা শহরে

কলকাতা: প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে লোকসভা ভোট৷ আগামী শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট দেশে৷ ওই দিন ভোট রয়েছে রাজ্যেও৷ তার আগে আজ মঙ্গলবার…

Exit polls BJPs victory Exit polls indicate a significant lead for BJP in West Bengal, with a potential sweep of the state.

কলকাতা: প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে লোকসভা ভোট৷ আগামী শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট দেশে৷ ওই দিন ভোট রয়েছে রাজ্যেও৷ তার আগে আজ মঙ্গলবার বাংলায় জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পাশাপাশি করবেন রোড শো৷ এদিন দুপুর আড়াইটেয় বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে প্রথম সভা করবেন মোদী। সেখান থেকে যাবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে৷ সব শেষে কলকাতায় রোড শো রয়েছে তাঁর।

 

মঙ্গলবার সন্ধ্যা ছ’টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে  সিমলা স্ট্রিটে  স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো করবেন মোদী। ফলে আজ প্রধানমন্ত্রীর তিন কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে। সোমবার রাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে গিয়ে প্রধানমন্ত্রীর রোড শো-র যাত্রাপথ সরেজমিনে খতিয়ে দেখেন।

 

প্রসঙ্গত, কলকাতায় এই প্রথমবার রোড শো করবেন প্রধানমন্ত্রী। ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র বিজেপি’র কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাজ্য স্তরের নেতারা তো বটেই তাবড় তাবড় কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী তাপস রায়ের সমর্থনে রাজনৈতিক প্রচার সেরেছেন৷

 

মঙ্গলবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত উত্তর কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কিছু জায়গায় গাড়ি পার্কিং-এর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। খিদিরপুর রোড থেকে শুরু করে এসপ্ল্যানেড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়, বিধান সরণি, কলেজ স্ট্রিট, গিরিশ পার্ক ক্রসিং, বিবাদী বাগ, লালবাজার স্ট্রিট সহ একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে বলেই খবর৷  বুধবারও সকাল ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আরআর অ্যাভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, ১১ ফরলং গেটে যান চলাচল করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *