উধাও প্রতিশ্রুতির ১৮০০০! বাংলার কৃষকরা পেলেন কেন্দ্রের ২ হাজার টাকা

উধাও প্রতিশ্রুতির ১৮০০০! বাংলার কৃষকরা পেলেন কেন্দ্রের ২ হাজার টাকা

85332759c49bbe258c8cd68c722ce3d1

 

নয়াদিল্লি: অক্ষয় তৃতীয়া ও ঈদের দিনে খুশির খবর দেশের কৃষকদের জন্য। শুক্রবার কৃষকদের জন্য পিএম কিষাণ নিধি প্রকল্পের অষ্টম কিস্তি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার ৭ লক্ষ কৃষক এদিন প্রথমবারের জন্য এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে ২ হাজার টাকা পাঠাচ্ছে কেন্দ্রের কৃষিমন্ত্রক।

শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, “দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ নিধি প্রকল্পের অষ্টম কিস্তির টাকা পাঠানো হচ্ছে। আজ প্রায় ১৯ হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এতে উপকৃত হবেন দেশের প্রায় ১০ কোটি কৃষক। এখনও পর্যন্ত পিএম কিষাণ নিধি প্রকল্পের আওতায় দেশের ১১ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১  লক্ষ ৩৫ হাজার কোটি টাকা পৌঁছে গিয়েছে। এই করোনা কালে এই অর্থ ছোট ও মাঝারি কৃষকদের অনেক উপকারে লাগছে। পাঞ্জাব ও হরিয়ানার অনেক কৃষক প্রথমবার এই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছেন।”

বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার বাংলার কৃষকদেরও কিষাণ নিধি প্রকল্পের আওতায় নিয়ে আসা হল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারংবার কৃষকদের বকেয়া টাকা চেয়ে কেন্দ্র তথা প্রধানমন্ত্রীকে চিঠি লেখায় কাজ হয়েছে। তবে পুরোপুরি নয়। নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী প্রত্যেকবার রাজ্যে এসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন পাঠাচ্ছেন মাত্র ২ হাজার টাকা। কেন্দ্রের কৃষিমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বাংলার ৭ লক্ষ কৃষককে ৩ কিস্তিতে ৬ হাজার টাকা দেওয়া হবে। যার প্রথম কিস্তি ঢুকছে শুক্রবার। এদিন বাংলার ৭ লক্ষ কৃষক, কিষাণ নিধি প্রকল্পের আওতায় প্রথম কিস্তিতে ২০০০ টাকা পাচ্ছেন। তবে ‘প্রধানমন্ত্রী কিষাণ যোজনা’-এ নথিভুক্তদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষকদের চিঠি লিখে এদিন কথা জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *