‘এই সরকার মহামারীর সুযোগেও দুর্নীতি করে’, আক্রমণ মোদীর

‘এই সরকার মহামারীর সুযোগেও দুর্নীতি করে’, আক্রমণ মোদীর

f94a327c6fab4296373355dece1dac7f

 

হলদিয়া: বিধানসভা নির্বাচনের আগে প্রথম ভোট প্রচারে এসে গুরুতর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হলদিয়ার জনসভায় যোগ দিয়ে তৃণমূল সরকারের প্রতি একের পর এক সুতীক্ষ্ণ আক্রমণ শানান তিনি। তার অভিযোগ, “এই মহামারীর মত বিপদের সময়েও পশ্চিমবঙ্গের সরকার দুর্নীতির রাস্তা খোঁজে।”

চলতি বছরে দ্বিতীয় রাজ্য সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রথম সফর ছিল নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনের সরকারি অনুষ্ঠানে৷ আজ হলদিয়ায় ভোটের আগে করলেন প্রথম রাজনৈতিক জনসভা৷ আজ হলদিয়ায় বিরাট জনসভায় যোগ দিয়ে বাংলায় শুরু করলেন ভাষণ। বক্তব্যের শুরুতেই করলেন বাংলার মাটির জয়গান। তারপরই সরাসরি চলে গেলেন তৃণমূল সরকারের তুলোধোনায়। তিনি বললেন, “এটা সেই সরকার যে বিপদের সময়েও দুর্নীতির রাস্তা খোঁজে। এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে। এত বড় সাইক্লোন এল, সবকিছু ধ্বংস হয়ে গেল। কেন্দ্রীয় সরকার তৎক্ষণাৎ বাংলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য টাকা পাঠালো। কিন্তু সেই টাকা দিয়েই সরকার কী করেছে সেটা বাংলার মানুষ ভালো মতই জানে। অবস্থা এতটাই খারাপ ছিল যে আদালতকেও এই বিষয়ে করা মন্তব্য করতে হয়েছিল।”

প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, “করোনা মহামারীতে সারা বিশ্ব প্রভাবিত হয়েছিল। লকডাউন ঘোষণার পরেই রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষের। কেন্দ্রীয় সরকার মুহূর্তের মধ্যে বাংলার মানুষের জন্য বিনামূল্যে রেশনের ঘোষণা করেছিল। যাতে বাংলায় কোনও বাড়িতে রান্না না বন্ধ হয়। রাতে বাংলার কোনও ঘরে লকডাউনের প্রভাব না পড়ে। কিন্তু কেন্দ্রের পাঠানো অর্থ রাজ্য সরকার বাংলার সমস্ত ঘরে ঠিকমতো পাঠাতে পারেনি।” তিনি আরও জানিয়েছেন, “করোনার সময় দেশের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। কিন্তু বাংলার কোনও কৃষক সেখানে ছিল না। কী করে থাকবে? বাংলার সরকারই কেন্দ্রের এই প্রকল্পে যোগদান করতে চায়নি। এই সরকার কৃষকদের ভালো চায়না। কৃষকদের সঙ্গে শত্রুতা রয়েছে এই সরকারের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *