মার্চেই ব্রিগেডে মোদীর সভা? রথ যাত্রার পরে প্রস্তুতি সারবে বিজেপি

মার্চেই ব্রিগেডে মোদীর সভা? রথ যাত্রার পরে প্রস্তুতি সারবে বিজেপি

কলকাতা: গোটা ফেব্রুয়ারি মাসজুড়ে রথ যাত্রার পরিকল্পনা করে ফেলেছে ভারতীয় জনতা পার্টি শিবির এবং সেই প্রেক্ষিতে প্রস্তুতি সারা হচ্ছে। আপাতত রথযাত্রা নিয়ে জটিলতা সৃষ্টি হলেও পরের মাসে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে আসতে পারেন। সেটা নিয়েও এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি ব্রিগেড। জানা গিয়েছে, রথযাত্রা তথা বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র শেষে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে রাজ্যে এনে ব্রিগেডে সভা করার প্রস্তাব দিয়েছে রাজ্য বিজেপি।

আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও সেটি ভারতীয় জনতা পার্টির শিবিরের কোন কাজে নয় একেবারেই সরকারি অনুষ্ঠানে যোগ দিতে। তাই সেই মঞ্চ থেকে রাজনৈতিক কথাবার্তা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এ দিকে কয়েক সপ্তাহ পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফর করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের প্রাক্কালে এখনো পর্যন্ত বঙ্গে আসেননি। নেতাজির জন্মদিন উপলক্ষে রাজ্যে এলেও সেটা ছিল সরকারি অনুষ্ঠান। তাই বাংলায় নির্বাচনী উত্তাপ আরো বাড়িয়ে তুলতে এবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে দিয়ে সভা করানোর কথা ভাবছে ভারতীয় জনতা পার্টির বঙ্গ মহল। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও যে রথযাত্রা কর্মসূচির পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড আসার সম্ভাবনা রয়েছে, সেই রথযাত্রা নিয়ে ইতিমধ্যেই জটিলতা সৃষ্টি হয়েছে কারণ তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এখন এটাই দেখার, ভারতীয় জনতা পার্টির রথযাত্রা নিয়েছে কর্মসূচি রয়েছে বাংলায় তা আদৌ বাস্তবায়িত হয় কিনা।

উল্লেখ্য, আগামী ৬,৮ এবং ৯ ফেব্রুয়ারি রাজ্যের তিনটি জায়গা থেকে মোট পাঁচটি রথযাত্রা শুরু করার কথা রয়েছে। এ দিকে, রথযাত্রা বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রমা প্রসাদ সরকার। এই রথযাত্রা হলে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে এই অভিযোগে আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এর পরবর্তী শুনানি আগামিকাল হওয়ার সম্ভাবনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =