ডানলপ: নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্প উদ্বোধনের সঙ্গে সঙ্গে বললেন, পশ্চিমবঙ্গ আত্মনির্ভর ভারত গড়ার অন্যতম কেন্দ্র। বর্তমানে ভারতের উদ্বোধন হচ্ছে তাতে মেড ইন ইন্ডিয়ার রয়েছে। তিনি আরো বলেন, এই নতুন রেল লাইন কৃষি থেকে শিল্পাঞ্চল সকলকে জুড়বে এবং একাধিক রুটে চাপ কমবে নিত্যাযাত্রীদের।
এদিন একইসঙ্গে ডানকুনি এবং বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইনের ফলে হুগলির চাপ কমবে এবং হাওড়া-বর্ধমান রুটে পূর্বের চাপ অনেকটা কমে যাবে। নোয়াপাড়া দক্ষিণেশ্বের মেট্রোর পাশাপাশি আজ উদ্বোধন হয়েছে, কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন , আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন এবং হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইনের।
মেট্রো সূত্রে খবর, সম্প্রসারিত রুটে যাত্রী পরিষেবা শুরু হবে মঙ্গলবার থেকে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউনে ৭৯টি করে ট্রেন চলাচল করবে। অফিস টাইমে ৬ মিনিট অন্তর এবং অন্যান্য সময় ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.১৮ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে বরাহনগর যেতে খরচ হবে ৫ টাকা। নোয়াপাড়া পর্যন্ত সফরের ভাড়া পড়বে ১০ টাকা। দমদম পর্যন্ত ভাড়া ১৫ টাকা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের ভাড়া ২৫ টাকা হবে। উল্লেখ্য, অল্প কয়েক দিনের ব্যবধানে ফের বঙ্গ সফরে এসে এদিন হুগলির ডানলপে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণ শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় আগত বিজেপি কর্মী এবং সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, তারা যে উৎসাহ এবং উন্মাদনা দেখাচ্ছেন সেটা কলকাতা থেকে দিল্লি, একটা বিরাট বড় বার্তা দিচ্ছে। সকলের উৎসাহ দেখে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে।