কৃষ্ণনগর: ‘‘২ মে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসব বাংলায়’’, শনিবার স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগরের জনসভায় ছোট জায়গায় উপস্থিত বিপুল সংখ্যক মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। সেই বিশৃংখলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নমো। কৌশলে ‘দিদি’কে কটাক্ষ করেন তিনি। আত্মবিশ্বাসের সুরে বলেন, “২ মে-এর পর থেকে বাংলায় বিজেপি সরকার গড়ছে।”
শনিবার রাজ্যে ৫ জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে যখন ভোটগ্রহণ হচ্ছে তখন অন্যান্য জেলায় ভোট প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে শিলিগুড়ি তারপরে কৃষ্ণনগর, জনসভা থেকে একের পর এক কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উদ্দেশ্য করে। কৃষ্ণনগরের জনসভা থেকে তিনি বলেন, “সভার জায়গাটা আজকে ছোট হয়ে গেছে। আমি হেলিকপ্টার থেকে দেখছিলাম বাইরে প্রচুর মানুষ ভিড় করে আছেন। এখানেও যুবকরা বিভিন্ন জায়গায় উঠে পড়েছেন। আমার চিন্তা যুবকরা যাতে পড়ে না যায়। না হলে দিদি আমার উপরে কেস করে দেবে। আপনিও পড়বেন না, বাংলা কেউ পড়ে যেতে দেবেন না।”
সভায় বিশৃংখলা সামাল দেওয়ার জন্য তিনি বললেন, “এত বিপুল সংখ্যক লোক এসেছেন, আপনাদের প্রণাম করলেও কম সম্মান দেখানো হয়। চিন্তা করবেন না, আজকে যদি আমাকে দেখতে না পান ২ মে দেখে নেবেন। ওইদিন তো শপথগ্রহণ অনুষ্ঠানে আসছিই। দীর্ঘ প্রতীক্ষার পর ২ মে থেকে বাংলায় বিজেপি সরকার আসবে। ২ মে থেকে বাংলায় আসল পরিবর্তনের মহাযজ্ঞ শুরু হবে। সোনার বাংলা গড়ার সংকল্প পূর্ণ হবে।” কিন্তু এখন প্রশ্ন একটাই, প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাসটা কী শেষ পর্যন্ত টিকবে?