দিদির দল নির্মমতার পাঠশালা! বাংলায় ভাইপো উইন্ডো চলছে, কটাক্ষ মোদীর

দিদির দল নির্মমতার পাঠশালা! বাংলায় ভাইপো উইন্ডো চলছে, কটাক্ষ মোদীর

খড়গপুর: বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসকে কোন রকম সুযোগ দিতে চায় না ভারতীয় জনতা পার্টি শিবির। সেই প্রেক্ষিতে পরপর জনসভা করতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি পুরুলিয়ায় সভা করে গিয়েছেন। আজ খড়্গপুরে জনসভা করতে এসে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন তিনি। বললেন, বাংলার যুব সমাজ থেকে ১০ বছর কেড়ে নিয়েছে বর্তমান সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস দল আদতে নির্মমতার পাঠশালা। 

চরম কটাক্ষ করে আজকের জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বললেন, বাংলার তৃণমূল কংগ্রেস দলের সিলেবাসে আছে তোলাবাজি আর কাটমানি। বাংলার যুবসমাজকে শেষ করে দিয়েছে তারা, সিন্ডিকেট আর অরাজকতার ট্রেনিং দিয়ে সরকার চলছে তাদের। তৃণমূল কংগ্রেস দলের পাঠশালায় এইসব কিছু শেখানো হয় কিন্তু উন্নয়ন শেখানো হয় না। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এতগুলো বছর ধরে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসকে সহ্য করে বাংলার মানুষ অস্থির হয়ে গেছেন। তাই এবার বিজেপিকে সুযোগ দিতেই হবে। বাংলার যুব সমাজ এবং মা-বোনেদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার যুব সমাজের সঙ্গে খেলতে দেবে না তিনি। খেলা হবে না, খেলা শেষ হবে, আর উন্নয়ন শুরু হবে। মোদীর বক্তব্য, অন্যান্য যে সমস্ত রাজ্যের বিজেপি সরকার চলছে সেখানে কেন্দ্র-রাজ্য মিলিয়ে ডবল ইঞ্জিন উন্নয়ন হচ্ছে। সেই সব রাজ্যে উন্নয়নে সিঙ্গেল উইন্ডো, কিন্তু বাংলায় খালি ভাইপো উইন্ডো চলছে। 

আরও পড়ুন: একাধিক মহিলার সঙ্গে সহবাস করেছেন স্বামী! বিস্ফোরক বিজেপি প্রার্থীর স্ত্রী

প্রধানমন্ত্রীর আরো কটাক্ষ, বিগত বছরগুলি ধরে তৃণমূল কংগ্রেস সরকার বাংলায় রোজগারের সমস্ত সম্ভাবনা বন্ধ করে দিয়েছে। সিন্ডিকেট রাজের জন্য কোন শিল্প আসেনি পশ্চিমবঙ্গে। এখানে শুধু মাফিয়া রাজ চলছে। আগামী দিনের বাংলা এর বিচার করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল বেশ কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেস সরকারকে হঠাৎ করে তিনি মন্তব্য করেছেন, গতকাল ৫০-৫৫ মিনিটের জন্য পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল, আর বাংলায় ৫০-৫৫ বছর ধরে উন্নতি বন্ধ হয়ে রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *