বাংলার পাশে আছি! ১০০০ কোটি অনুদান ঘোষণা প্রধানন্ত্রীর, মুখ্যমন্ত্রীকে প্রসংশা

বাংলার পাশে আছি! ১০০০ কোটি অনুদান ঘোষণা প্রধানন্ত্রীর, মুখ্যমন্ত্রীকে প্রসংশা

কলকাতা: 'উমপুন' বিদ্ধস্থ পশ্চিমবঙ্গকে প্রাথমিক ভাবে এক হাজার কোটি টাকা সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। বিদ্ধস্থ এলাকায় পরিদর্শনের পর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর ২৪ পরগনার বসিরহাটে এই কথা জানান। তবে, তিনি এও জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য সাময়িকভাবে এই টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় দল পরিস্থিতি যাচাই করে, রাজ্যের সঙ্গে আলোচনা করে, বিস্তারিত প্যাকেজ তৈরি করবে। এছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃত ব্যক্তির পরিবারকে ২ লক্ষ এবং আহত ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই উমপুনে এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেছে।

ভারতীয় বায়ু সেনার বিমানে কলকাতায় নামেন মোদি। বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মমতা। সেই সময় ছিলেন রাজ্য বিজেপির নেতৃত্বও। উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে তাঁকে আসতে অনুরোধ করেছিলেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল সেনার চপারে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল জগদীপ ধনখর। এরপর বসিরহাটে প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় সাময়িক সাহায্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যসচিব রাজীব সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ছিলেন।

প্রধানমন্ত্রীর আকাশপথে পরিদর্শন শুরু হওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার রাজারহাট, গোসাবা, মিনাখাঁ, সন্দেশখালি এবং হিঙ্গলগঞ্জ পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সফরের পরেও মুখ্যমন্ত্রী জানান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার রাজারহাট, গোসাবা, মিনাখাঁ, সন্দেশখালি এবং হিঙ্গলগঞ্জ , কাকদ্বীপ ঘুরে দেখেছেন। কলকাতার বিদ্ধস্থ এলাকার ছবি প্রধানমন্ত্রীকে দিয়েছেন।

রাজ্যকে প্রসংশা মোদির: রাজ্য সরকার করোনা এবং ঘূর্ণিঝড়, এই দুইয়ের বিরুদ্ধে লড়াই করছে, দরাজ সার্টিফিকেট দিলেন মোদি। ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে লড়তে হলে নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হবে, জানালেন তিনি। একই সঙ্গে জানালেন, করোনায় লড়তে হলে যে যেখানে রয়েছেন, সেখানেই থাকতে হবে। মোদি জানিয়ে দিলেন, করোনা ভাইরাসে লড়ার মন্ত্র এবং ঘূর্ণিঝড়ে লড়ার ফর্মুলা সম্পূর্ণ আলাদা। রাজনীতি করার সময় নয়। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলার পাশে দাঁড়াবে কেন্দ্র, সাফ কথা মোদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *