কেমন আছে বাংলা? মমতাকে ফোন করে খোঁজ নিলেন হাসিনা

কেমন আছে বাংলা? মমতাকে ফোন করে খোঁজ নিলেন হাসিনা

কলকাতা: উমপুনের তাণ্ডবে জেরবার বাংলা৷ রাজ্যে এখনও পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে৷ পরিস্থিতি নিজে চোখে দেখে গিয়েছেন প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী-রাজ্যপালকে নিয়ে আকাশ পথে দেখেছেন উমপুনের তাণ্ডবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দক্ষিণবঙ্গ৷ রাজ্যকে সহযোগিতা করেছে কেন্দ্র৷ এহাজার কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণাও করেছেন প্রধান৷ বাংলা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় তকমা দেওয়ার দাবিও তুলেছেন মুখ্যমন্ত্রী৷ উমপুনের তাণ্ডব নিয়ে কেন্দ্র-রাজ্যের সহযোগিতার আবহে এবার সমবেদনা জানানো চেষ্টা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

বাংলার ক্ষয়ক্ষতি বিষয়ে জানতে খোঁজ নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে খবর দিয়েছেন হাসিনা৷ সমবেদনাও জানিয়েছেন৷ প্রত্যুত্তরে মমতাও বাংলাদেশে উমপুন প্রভাব নিয়েও খোঁজ খবর নিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =