মুখ্যমন্ত্রী পদ থেকে বরখাস্ত হচ্ছেন মমতা? সুপ্রিমো কোর্টে দায়ের মামলা!

মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন এক সাংবাদিক৷ মমতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার জন্য বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক৷ এই মর্মে ভারাকি নামের এক সাংবাদিক দায়ের হয়েছে মামলা৷

নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন এক সাংবাদিক৷ মমতাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার জন্য বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক৷ এই মর্মে ভারাকি নামের এক সাংবাদিক দায়ের হয়েছে মামলা৷ খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে৷

মামলাকারী ওই সাংবাদিক ভারাকির দাবি, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সংবিধান বিরোধী বলে অভিযোগ করেছেন ভারাকি৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে ওই সাংবাদিকের অভিযোগ, নাগরিক আইনের প্রতিবাদে গত ১৯ ডিসেম্বর জনসভায় থেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন,বিজেপির ক্ষমতা সাহস থাকে রাষ্ট্রপুঞ্জের নজরদারিতে নাগরিকত্ব আইন নিয়ে গণভোট করে দেখাক৷’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য মমতার মন্তব্য ছিল, ‘‘সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই যা খুশি করতে পারেন না৷’’ যদিও, মুখ্যমন্ত্রী পরে সাফ জানিয়েছিলেন, রাষ্ট্রপুঞ্জের নজরদারিতে ‘গণভোট’ নয়, তিনি চাল জনমত সমীক্ষা করা হোক৷

ওই সাংবাদিকের অভিযোগ, মমতার এই বক্তব্য ভারতীয় সংবিধানের বিরোধী৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর আসনে বসে সংবিধানকে সামনে রেখে শপথ বাক্য খণ্ডন করেছেন বলেও অভিযোগ তুলেছেন ওই সাংবাদিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *