বাংলায় তৈরি হবে প্ল্যানিং কমিশন, নেতাজির সম্মানে বড় ঘোষণা মমতার

বাংলায় তৈরি হবে প্ল্যানিং কমিশন, নেতাজির সম্মানে বড় ঘোষণা মমতার

কলকাতা: বাংলায় তৈরি হতে চলেছে প্ল্যানিং কমিশন৷ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর যোজনা কমিশন তুলে নীতি আয়োগ তৈরি করে মোদী সরকার৷ অর্থনীতি সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার রয়েছে নীতি আয়োগের উপর। তবে এবার বাংলায় সেই যোজনা কমিশনকেই ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষণা করলেন বাংলায় তৈরি হবে প্ল্যানিং কমিশন৷ কেন্দ্রের নীতি আয়োগ’কে কটাক্ষ করে এদিন মমতা ঘোষণা করেন, ‘‌আমরা বাংলা প্ল্যানিং কমিশন শুরু করব। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কাজ করবে এই কমিশন। কেউ মানবে, কেউ মানবে না। তাতে আমাদের কিছু যায় আসে না।’‌

 
একইসঙ্গে এদিন নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচী ঘোষণা করেন মমতা৷ মমতা বলেন, ‘স্বাধীন ভারতে নেতাজীকে নিয়ে যে মূল্যায়ন করার কথা ছিল তা আমরা করতে পারিনি৷’ পাশাপাশি কেন্দ্রীয় সরকার ২৩ জানুয়ারির দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা না করায় ক্ষোভের সুর শোনা যায় মমতার গলায়৷ মমতা বলেন, তিনি এই বিষয়ে আর্জি জানিয়ে অনেকবার কেন্দ্রকে চিঠি লিখেছিলেন৷ এবারও লিখেছেন৷

২৩ জানুয়ারি শহরে একটি মিছিল করা হবে বলেও এদিন ঘোষণা করেন মমতা৷ বলেন, ১২.১৫তে গোটা রাজ্যে সাইরেন বাজবে৷ সেইসঙ্গে শুরু হয়ে যাবে মিছিল৷ শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে শুরু হবে এই মিছিল৷ রেডরোডে নেতাজি মূর্তি সামনে শেষ হবে এই মিছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *