Aajbikel

নেপালের হাসপাতালে চিকিৎসাধীন বাংলার পিয়ালী বসাক, চন্দননগরের মেয়েকে নিয়ে বাড়ছে উদ্বেগ

 | 
পিয়ালি

 হুগলি: মাকালু শৃঙ্গ জয়ের পরেই অসুস্থ বাংলার পর্বতারোহী পিয়ালী বসাক৷ নেপালের হাসপাতালে ভর্তি রয়েছে হুগলি চন্দননগরের এই ডাকাবুকো মেয়েটা। কিছুদিন আগে মাকালু শৃঙ্গ জয় করেন তিনি৷ এর পর নীচে নেমে আসার সময় অসুস্থ হয়ে পড়েনপিয়ালী৷ একটা সময় তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ পরে জানা যায় চার নম্বর ক্যাম্পে আটকে পড়েছেন এই পর্বতারোহী। সেখান থেকে তাঁকে এয়ারলিফট করে নিয়ে আসা হয় নেপালে৷ আপাতত কাঠমাণ্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চন্দননগরের মেয়ে। এদিকে, মেয়ের শারীরিক অবস্থার কথা ভেবে উদ্বেগে ভুগছে তাঁর পরিবার।


গত সপ্তাহে অক্সিজেন ছাড়াই মাকালু শৃঙ্গে অভিযান শুরু করেছিলেন চন্দননগরের এই পর্বতারোহী। সফলভাবে শৃঙ্গজয়ের পরে নেমে আসার সময়েই সমস্যার সূত্রপাত৷ তবে তাঁকে উদ্ধার করে নিরাপদে নীচে নামিয়ে আনেন তাঁর সঙ্গে থাকা শেরপারা। এর পরেই হেলিকপ্টারে উদ্ধার করে তাঁকে কাঠমাণ্ডু নিয়ে আসা হয়৷ সেখানেই স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি৷ তুষারক্ষত-সহ নানা রোগের চিকিৎসা চলছে পিয়ালীর৷ 


প্রসঙ্গত, এর আগে অক্সিজেন ছাড়া দুর্গম অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের অভিযান শুরু করেছিলেন পিয়ালী। একেবারে শেষ পর্যায়ে পৌঁছে অক্সিজেনের প্রয়োজন পড়ে তাঁর। সেই শৃঙ্গ জয়ের পরেই নতুন চ্যালেঞ্জ নিয়েছিলেন। এর পর অক্সিজেন ছাড়াই মাকালু জয় করেন পিয়ালী। 

Around The Web

Trending News

You May like