জ্যোতির্ময়ীর পর পিঙ্কি প্রামাণিক, বিজেপিতে যোগ আরও এক বঙ্গ অ্যাথলিটের

বেশ কয়েক বছর ‘লো প্রোফাইল’ থাকার পর ফের সংবাদে এলেন তিনি। এবার সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখলেন। প্রসঙ্গত উল্লেখ্য, একদা সিপিএমের হয়ে লোকসভা নির্বাচনে লড়া আর এক মহিলা অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদারও এই বছরের গোড়ায় বিজেপিতে যোগ দিয়েছেন।

b8af887777f679b0ae88c4c930550b29

কলকাতা: দল ভারী করার কাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। ২০২১ বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে অগ্নিপরীক্ষার সামিল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ১৮টি আসন দখল করেছিল তারা। এই ফলাফল নিঃসন্দেহে মনোবল বাড়িয়েছে বঙ্গ বিজেপির। দিলীপ ঘোষ ফলাও করে প্রচার চালিয়েছিলেন, ’উনিশে হাফ, একুশে সাফ।’ ২০১৯-এ অর্ধেক আসনের লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়ে গেছিল। ২০২১-এ বাংলা থেকে তৃণমূলকে তাড়াতে তাই বদ্ধপরিকর গেরুয়া শিবির। আর এই লক্ষ্যেই চলছে বিভিন্ন ক্ষেত্রের নামী ব্যক্তিত্বদের দলে টানা। 

বৃহস্পতিবার এশিয়ান গেমসে সোনাজয়ী দৌড়বিদ পিঙ্কি প্রামাণিক যোগ দিলেন বিজেপিতে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন। এশিয়ান গেমসে সোনা ছাড়াও কমনওয়েলথ গেমসকে ভারতের হয়ে রুপো জিতেছেন পিঙ্কি। তবে ২০১২ সালে ধর্ষণ এবং লিঙ্গ-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই সময় ওই ঘটনা নিয়ে ব্যাপক হইচই হয়। তাঁর এক বান্ধবীর পিঙ্কির ওপর ধর্ষণের অভিযোগ আনেন। এও বলা হয়, পিঙ্কি আসলে ছেলে। ফলে তাঁর পাওয়া সমস্ত পদক বাজেয়াপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। 

এরপর পিঙ্কিকে ২৫ দিনের পুলিশ হেফাজতে রাখা হয় এবং তাঁর লিঙ্গ নির্ধারণ করার প্রক্রিয়া চলে। অবশেষে সমস্ত জটিলতা ২০১৪ সালে ধর্ষণের অভিযোগ থেকে রেহাই পান তিনি। ইস্টার্ন রেলওয়েতে তাঁর চাকরিও ফিরিয়ে দেওয়া হয়। বেশ কয়েক বছর ‘লো প্রোফাইল’ থাকার পর ফের সংবাদে এলেন তিনি। এবার সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখলেন। প্রসঙ্গত উল্লেখ্য, একদা সিপিএমের হয়ে লোকসভা নির্বাচনে লড়া আর এক মহিলা অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদারও এই বছরের গোড়ায় বিজেপিতে যোগ দিয়েছেন।           
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *