সরকারি বিশেষ বাসে গঙ্গাসাগর দর্শন পুণ্যার্থীদের

কলকাতা: আগের ভাড়াতেই সরকারি ‘স্পেশাল’ বাসে গঙ্গাসাগর মেলায় যেতে শুরু করলেন পুণ্যার্থীরা। শুক্রবার হাওড়া, বাবুঘাট সহ বিভিন্ন জায়গা থেকে মেলার জন্য বিশেষ সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। পরিষেবা দেওয়ার মূল দায়িত্বে রয়েছে ডব্লুবিটিসি এবং এসবিএসটিসি। দুই নিগম সূত্রে খবর, মেলার বিশেষ বাসে গতবারের ভাড়া পুনর্বিন্যাসের যে ভাবনাচিন্তা করা হয়েছিল, তা বিবেচনা করা হচ্ছে না। ফলে

সরকারি বিশেষ বাসে গঙ্গাসাগর দর্শন পুণ্যার্থীদের

কলকাতা: আগের ভাড়াতেই সরকারি ‘স্পেশাল’ বাসে গঙ্গাসাগর মেলায় যেতে শুরু করলেন পুণ্যার্থীরা। শুক্রবার হাওড়া, বাবুঘাট সহ বিভিন্ন জায়গা থেকে মেলার জন্য বিশেষ সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। পরিষেবা দেওয়ার মূল দায়িত্বে রয়েছে ডব্লুবিটিসি এবং এসবিএসটিসি।

দুই নিগম সূত্রে খবর, মেলার বিশেষ বাসে গতবারের ভাড়া পুনর্বিন্যাসের যে ভাবনাচিন্তা করা হয়েছিল, তা বিবেচনা করা হচ্ছে না। ফলে পূর্ব সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। গত কয়েক বছর ধরে যে ভাড়ায় পরিষেবা দেওয়া হয়েছে, এবারও তার অন্যথা হচ্ছে না। পুণ্যার্থীদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ দপ্তরের এই তৎপরতায় খুশি সাগরমুখী মানুষ। এদিন বাবুঘাটে দাঁড়িয়ে সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

সূত্রের খবর, এদিন থেকে যে ‘স্পেশাল’ বাস পরিষেবা চালু হয়েছে, তা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। মেলার বাকি দিনগুলিতে ডব্লুবিটিসি বাস দেবে যথাক্রমে ৪১, ১২৫, ২৬০, ২৫৭, ২২১ এবং ৮১টি। আজ মেলার জন্য এসবিএসটিসি ৫০টি বাস চালিয়েছে। ১৩ থেকে ১৬ জানুয়ারি তারা ১২০টি করে বাস চালাবে। শেষ দিন অর্থাৎ ১৭ জানুয়ারি তারা ওই পথে ৫৫টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। নিগমগুলির কর্তারা জানিয়েছেন, পুণ্যার্থীদের সুবিধার জন্য গত বছরের তুলনায় এবার বেশি বাস চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =