কলকাতা: বাংলায় পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর নানা বিষয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যজুড়ে ক্রমাগত হিংসার ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বিরোধীদের মনোনয়ন জমায় বাধা নিয়ে প্রশ্ন, আবার ‘অতিরিক্ত’ মনোনয়ন জমা দেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রত্যেকটি বিষয়তেই নিশানা করা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এবার মনোনয়ন ইস্যুতে আরও একটি জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে।
দেখা গিয়েছে, মনোনয়নের শেষ দিনে খুব কম সময়ের মধ্যে ৭৬ হাজার মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে আদালতের দারস্থ হয়েছে ‘গণতন্ত্র বাঁচাও’ নামে একটি সংগঠন এবং উজ্জ্বল ত্রিবেদী নামের এক ব্যক্তি। এত কম সময়ে কী করে ৭৬ হাজার মনোনয়ন দাখিল হল তা নিয়ে তদন্ত করা হোক, এমনই দাবি তাদের। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বুধবার আবার এই মামলার শুনানি হতে চলেছে।
মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং শামিম আহমেদের দাবি, রাজ্যের নানা জায়গায় মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়া হয়েছে। যারা মনোনয়ন দিতে পারেননি, তাদের পুনরায় মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ৮ ঘণ্টায় কী ভাবে ৭৬ হাজার মনোনয়ন জমা দেওয়া সম্ভব হল তার আসল দিকটা সামনে আনতে হবে। যদিও জনস্বার্থ মামলায় কমিশনের আইনজীবীর বক্তব্য, শেষ দিনে বিশাল সংখ্যক মনোনয়ন দাখিল হওয়া অস্বাভাবিক কিছু নয়। আর কোনও দল যদি কম সময়ে বেশি মনোনয়ন জমা দিতে পারে সেখানে কমিশনের কিছু করার নেই।