বাইরনের বিধায়ক পদ খারিজ করতে হবে! হাইকোর্টে জনস্বার্থ মামলা

বাইরনের বিধায়ক পদ খারিজ করতে হবে! হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা: কংগ্রেসের টিকিটে সাগরদিঘির উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন বাইরন বিশ্বাস। কিন্তু সেই জয়ের তিন মাসের মাথায় দল ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। এরপরই স্বাভাবিকভাবেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি উঠেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতা হাইকোর্টে বাইরন বিশ্বাসের বিধায়ক পদ খারিজ করতে চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতি মিলেছে। 

২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজ্যে শূন্য হয়ে যায় কংগ্রেস। কিন্তু এই সাগরদিঘি উপনির্বাচন তাদের আলাদা অক্সিজেন দিয়েছিল আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে। কিন্তু এই অক্সিজেন বেশিদিন কাজে লাগেনি। দলবদল করে ফেলেছেন বাইরন বিশ্বাস। আর তাই এবার তাঁর বিধায়ক পদ খারিজ করতে চেয়ে মামলা হল আদালতে। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। আসলে বাইরন কংগ্রেসের একমাত্র বিধায়ক হওয়ায়, তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। কিন্তু এই মামলায় তাঁর বিধায়ক পদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।