বাঁকুড়া: সরকারি দপ্তরে ঘুঘুর বাসা ভাঙতে রাজ্যের দুর্নীতি দমন শাখাকে কাজে লাগানোর ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আজ বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক থেকে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে আইনি হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷ জানিয়েছেন ঠিকাদারদের জন্যই সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ আর সেই কারণে ঠিকাদারদের বিরুদ্ধে কড়া আইন এনে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার৷
উদ্বোধন হওয়া তিন বছরের মধ্যে বাঁকুড়া সারেঙ্গায় জনসাস্থ কারিগরি দপ্তরের জলধারা হুড়মুড়িয়ে ভেঙে পড়ার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসনিক বৈঠক থেকে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন মমতা৷ কাজ ঠিকঠাক না হলে ঠিকাদার সংস্থাগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আইনি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর৷
প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘পিএইচই’র অফিসাররা কি করে বসে বসে ঘুমায়? এখানে দুই হাজার কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে৷ প্রজেক্ট তৈরি হতে না হতেই ভেঙে পড়ে গেল? কেন? কোন কন্টাকটার কাজ করছে? ওই সংস্থাকেই আবার কাজ করতে হবে৷ এবং তাঁর বিরুদ্ধে এফআইআর করে ফৌজদারি মামলা দায়ের করা হবে৷ আর তা না হলে সরকার তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে৷ আমি সেই আইন তৈরি করব, বলে গেলাম৷ ঠিকাদারদের জন্য এই সমস্ত প্রবলেম হচ্ছে৷’’
এরপর মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের উদ্দেশ্যে বলেন, ‘‘কন্ট্রাকটারদের নিয়ন্ত্রণ কর৷ কন্ট্রাকটারদের কাজ দিলে ভাবছে আমার তো অন্য জায়গা ধরা আছে৷ আর তাই সমস্যা হচ্ছে৷ দরকার হলে ঠিকাদারদের পরিবর্তন কর৷ আমি সমস্ত কিছু শুনতে চাই না৷ তোমাদের জন্য আমার সরকারের কেন বদনাম হবে? আমি জল দিলাম, টাকা দিলাম৷ তুমি বাড়ি বাড়ি সংযোগ দিচ্ছ না? কেন? আমি এক কথা বারবার বলবো না৷ আমি তোমাকে রাজিব দায়িত্ব দিচ্ছি, আমি অনেকবার আগেও তোমাকে বলেছি৷ ল্যান্ড ও পিএইচইতে ঘুঘুর বাসা রয়েছে৷ ঘুঘুর বাসা ভাঙতে হবে৷ রাজ্য দুর্নীতি দমন শাখাকে এর মধ্যে কাজে লাগাও৷ সব ঠিক হয়ে যাবে৷