কলেজ ছাত্রীর গোপন মুহূর্তের ছবি ভাইরাল, অভিযুক্ত দুই যুবক

কলেজ ছাত্রীর গোপন মুহূর্তের ছবি ভাইরাল, অভিযুক্ত দুই যুবক

ইংরেবাজার: কলেজ ছাত্রীর গোপন মুহূর্তের ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত দুই যুবক ওই ছাত্রীর পরিচিত বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারী এলাকায়। এই ঘটনার ব্যাপারে গত তিনদিন আগে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কলেজছাত্রী নিজেই। কিন্তু অভিযোগ দায়ের হওয়ার পরেও পুলিশ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অথচ ওই এলাকাতেই রয়েছে অভিযুক্তরা। এব্যাপারে সুবিচারের আশায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন ওই কলেজছাত্রী ও তাঁর পরিবার।

যদিও এই ঘটনার ব্যাপারে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, পুরো ঘটনাটি নিয়ে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে।

পুলিশকে অভিযোগে হরিশ্চন্দ্রপুর কলেজের কলা বিভাগের ওই ছাত্রী জানিয়েছেন, তার সঙ্গে স্থানীয় দুই যুবক গোবিন্দ পাঠক এবং নিরাজ শর্মার বন্ধুত্ব হয় । সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে কয়েকদিন আগে ওই ছাত্রীর একটি মোবাইল ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এরপর ওই ছাত্রীর কিছু গোপন মুহূর্তের ছবি মোবাইলে ছিল। সেই ছবিগুলি কম্পিউটারের মাধ্যমে অশ্লীলভাবে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে অভিযুক্ত দুই যুবক। এমনকী, হোয়াটসঅ্যাপে অভিযুক্তরা ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করার কথা জানিয়ে চাপ দিতে থাকে। এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। এরপর বিষয়টি তার পরিবারের লোকেদের জানানো হয়। পরে হরিশ্চন্দ্রপুর থানায় পুলিশে অভিযোগ দায়ের করা হয় । কিন্তু অভিযোগের তিনদিন পরেও ওই দুই যুবককে গ্রেপ্তার করার বিষয়ে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট থানার পুলিশ বলে ওই কলেজ ছাত্রীর অভিযোগ। তাই এব্যাপারে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ওই কলেজছাত্রী ও তার পরিবার।

ওই কলেজ ছাত্রী বলেন, স্থানীয় ওই দুই যুবকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। কিন্তু বন্ধুত্বের আড়ালে যে ওরা আমার সঙ্গে এরকম ভাবে প্রতারণা করবে তা ভাবতেই পারি নি। ওরা আমার মোবাইলটি কয়েকদিন আগেই জোর করে ছিনিয়ে নেয়। আমার মোবাইলে নিজের একান্ত গোপনীয় কিছু ছবি ছিল। সেই ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করার হুমকি দিয়ে সম্পর্ক স্থাপন তৈরীর দাবি করে অভিযুক্তরা। কিন্তু আমি প্রতিবাদ জানায়। এরপর আমার একান্ত কিছু গোপন ছবি ওরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। এই ঘটনার পর থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। পুলিশকে জানানোর পরেও অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর কথা ভেবেছি।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে ওই ছবিগুলি মিটিয়ে ফেলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অভিযুক্ত দুই যুবক পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eighteen =