পিকনিক বন্ধ কুলিক পক্ষীনিবাসে

রায়গঞ্জ: পরিবেশরক্ষার তাগিদে এবার রায়গঞ্জের কুলীক পক্ষীনিবাসে পিকনিকের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে বনদপ্তর। দপ্তরের এই সিদ্ধান্তে পরিবেশপ্রেমীরা খুশি হলেও মনখারাপ সাধারণ মানুষের। রায়গঞ্জ শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সোহারই, ভট্টদিঘী ও আব্দুলঘাটা – এই তিনটি মৌজার প্রায় ৩০০ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে কুলিক পক্ষীনিবাস । উত্তর-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে জুন মাস থেকে ইগ্রেট,

পিকনিক বন্ধ কুলিক পক্ষীনিবাসে

রায়গঞ্জ: পরিবেশরক্ষার তাগিদে এবার রায়গঞ্জের কুলীক পক্ষীনিবাসে পিকনিকের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে বনদপ্তর। দপ্তরের এই সিদ্ধান্তে পরিবেশপ্রেমীরা খুশি হলেও মনখারাপ সাধারণ মানুষের। রায়গঞ্জ শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সোহারই, ভট্টদিঘী ও আব্দুলঘাটা – এই তিনটি মৌজার প্রায় ৩০০ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে কুলিক পক্ষীনিবাস । উত্তর-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে জুন মাস থেকে ইগ্রেট, কর্মোর‌্যান্ট, নাইট হেরন ও ওপেন বিল স্টর্ক পাখিরা শীতে পক্ষীনিবাসে আসে। কিন্তু ডিসেম্বর -জানুয়ারি মাসে এই পক্ষীনিবাসে ও সংলগ্ন মনিপাড়া পার্কে এই জেলারই নয় ভিন্ন জেলা থেকেও প্রচুর মানুষ আসেন পিকনিক করতে। উচ্চগ্রামে ডিজে বাজানো, খাবার, প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে ফেলায় দূষিত হচ্ছিল পরিবেশ। যার প্রভাব পড়ছিল বাস্তুতন্ত্রে। পরিবেশপ্রেমীদের আবেদন মেনে এই পক্ষীনিবাসের পরিবেশ ঠিক রাখতে তাই এবারে পিকনিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বনদফতর। বন্ধ করে দেওয়া হয়েছে ইকোপার্কটিও। আদালতের নির্দেশ মেনে পক্ষীনিবাসের আশপাশেও পিকনিক করা নিয়মবিরুদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =