মালদহ মেডিক্যালে নিয়মিত আসেন না চিকিৎসক, পরিদর্শনে এসে ক্ষুব্ধ কেন্দ্রীয় প্রতিনিধি দল

মালদহ মেডিক্যালে নিয়মিত আসেন না চিকিৎসক, পরিদর্শনে এসে ক্ষুব্ধ কেন্দ্রীয় প্রতিনিধি দল

ac62c2db95d1fff4fb0410bde9e08bc7

ইংরেজবাজার: ফের বিতর্কে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা তদারকি করতে গিয়ে পর্যাপ্ত ডাক্তারের দেখা না পেয়ে অসন্তোষ প্রকাশ করলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিকরা। সম্প্রতি মালদা মেডক্যাল কলেজ ও হাসপাতাল আচমকা পরিদর্শনে গিয়ে ডাক্তারদের অনুপস্থিতি এবং রোস্টার না দেখতে পেয়ে বেজায় চটেছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র।

এই ঘটনার ঠিক এক সপ্তাহ পরে বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজের “মাতৃ-মা” বিভাগ পরিদর্শন করেন কেন্দ্রীয় সরকারের এক সদস্যের প্রতিনিধি । কিন্তু একইভাবে মাতৃ-মা বিভাগের ডাক্তারদের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের ওই কর্তা। এদিন কেন্দ্রীয় সরকারের রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলপের জয়েন্ট সেক্রেটারি এবং ইউনিসেফের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ মেডিক্যাল কলেজের মাতৃ-মা বিভাগের প্রতিটি স্তর পরিদর্শন করেন তাঁরা। কিন্তু প্রসূতি বিভাগের ডাক্তারদের দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। যদিও এব্যাপারে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি পরিদর্শনকারী ওই কর্তা।

মালদা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ অমিত দাঁ বলেন, এদিন মাতৃ-মা বিভাগটি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য। এই বিভাগে কি ধরনের চিকিৎসা পরিকাঠামো রয়েছে। কতজন ডাক্তার রয়েছেন। উন্নত চিকিৎসা পরিষেবা দেখে সন্তোষ প্রকাশ করেছেন পরিদর্শনকারীরা। কিন্তু প্রসূতি বিভাগের ডাক্তার দেখা না পেয়ে খানিকটা অসন্তুষ্ট হয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের ওই কর্তা।

গত ১২ ফেব্রুয়ারি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগগুলি ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগীর আত্মীয়দের সঙ্গে।পরবর্তীতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন জেলাশাসক। আর এই ঘটনার ঠিক চার পরে বৃহস্পতিবার মালদা মেডিক্যাল কলেজের মাতৃ-মা বিভাগের পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক কর্তা। এদিনও ডাক্তারদের একই রকম ভাবে দেখা পাওয়া যায় নি বলে অভিযোগ ওঠে। যার কারণে অসন্তোষ প্রকাশ করে যান কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল।

এ প্রসঙ্গে মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ অমিত দাঁ জানিয়েছেন, মাতৃ-মা বিভাগটি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক কর্তা।  তার সঙ্গে ইউনিসেফের সদস্যরাও ছিলেন। এখানকার চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখেছেন তারা। তবে পরিদর্শন করার সময় প্রসূতি বিভাগের ডাক্তারদের দেখা পাওয়া যায় নি একথা ঠিক । তবে শুধু প্রসূতি বিভাগ নয়,  মেডিকেল কলেজের আরো বেশ কয়েকটি বিভাগের ডাক্তার কম রয়েছে। এছাড়াও অধিকাংশ ডাক্তারের নিয়মিত উপস্থিত থাকছেন না‌।  এব্যাপারে মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ পার্থ প্রতিম মুখার্জী সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *