এক ফোনেই মিলবে স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসকদের ফোন নম্বর সেভ করে রাখুন

এক ফোনেই মিলবে স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসকদের ফোন নম্বর সেভ করে রাখুন

কলকাতা:  দেশের করোনা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে৷ পাশাপাশি বাংলার করোনা পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে৷ লকডাউন পর্বে ভারতে করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও তা ভয়াহবহ আকার ধারণ করেছে৷ গোটা দেশে ১০ লক্ষ ছাপিয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা৷ বাংলায় গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে চিন্তা৷ চিকিৎসকদের কাছে যেতেও ভয় পাচ্ছেন৷ আর সেই ভয় কাটিয়ে এবার এক ফোনেই চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷

পরিস্থিতি বিচার করে টেলি মেডিসিনের মাধ্যমে ঘরেই চিকিৎসা নেওয়ার পরামর্শ  দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই পরিস্থিতিতে বাড়িতে বসে টেলিফোনের মাধ্যমে  চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বাংলার মানুষ৷ কিন্তু কাকে ফোন করবেন, কোথায় আপনার কথা বললে সুরাহা পাওয়া যাবে, কোথায় মিলবে ওষুধ? এই বিষয়ে চিকিৎসকদের নাম ও ফোন নম্বর দিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে৷ সেখানে ফোন করলেই সুরাহা মিলতে পারে৷

নিচের ফোন নম্বরগুলিতে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোন করলে মিলবে পরিষেবা।

১) ডাঃ শৈবাল বন্দ্যোপাধ্যায় : ৮৯১০০৬৬৩৩৬
২) ডাঃ সুবীর কীর্তনিয়া : ৯৯৩৩৪১৫১২৪

৩) ডাঃ নিত্যগোপাল ওঝা : ৯৪৩৩৪১৩৯২১
৪) ডাঃ পাপরী নায়েক : ৯৮৩১৬০২৩৯৬
৫) ডাঃ বিপা বসু : ৯৮৭১৩২২৬৬
৬)ডাঃ কল্যাণ রাজন মুখোপাধ্যায় : ৯৪৩২১২২০৮০
৭) ডাঃ বীরেন্দ্র প্রসাদ সাউ : ৯৪৩৪১৮৩৮৯১
৮) ডাঃ অমিতাভ সরকার : ৯৮৩১৫০৩৩৬৬
৯) ডাঃ শুভদীপ সরকার : ৮৩৩৪৮৬৬৬৬৭

১০) ডাঃ সুব্রত দালাল : ৯৮৩৬১০৮৭১০
১১) ডাঃ গোপা রায় : ৮২৪০০৩০৮০
১২) ডাঃ সরস্বতী বরুই : ৮৭৭৭৫৬৮৫৫২
১৩) ডাঃ তমা ঘোষ : ৯৮৩০৪১৭২৩
১৪) ডাঃ মিতালি অধিকারি : ৯৪৩৪৯৪৪২৫৩৪
১৫) ডাঃ রুনা ভট্টাচার্য : ৯৮৩৬৪৮৮৬৫৭
১৬) ডাঃ উমাশংকর দলুই : ৯৪৩৩১২৪১১৪

নিচের এই নম্বরগুলিতে রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত ফোন করলেই মিলবে পরিষেবা।
১) ডাঃ তমাল ঘোষ : ৯৬৮১৬৬৯৫৬১
২) ডাঃ শান্তনু বিশ্বাস : ৯৭৬২০৮৬৬০৩
৩) ডাঃ দীপেন্দ্রনাথ দাস : ৯০৫১৬২৫৪৩১
৪) ডাঃ শ্রীবাস রায় : ৯৮৩৬৮৮৩৩৬২
৫) ডাঃ শভাকাত আলি খান : ৯৪৭৫৬৮৬৪৩০
৬)ডাঃ স্বরূপ সাধু : ৭০০৩১৫০৪৬০

তবে, প্রয়োজন ছাড়া অহেতু ফোন করবেন না৷ যাতে অন্য রোগীদের সুবিধা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + seventeen =