কলকাতা: করোনা হাসপাতালগুলিতে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল রাজ্য সরকার। কারণ, আপনার হাতের মোবাইল ফোনটি করোনা সংক্রমণের জন্য উপযুক্ত, সেই বিষয়ে ডাক্তারবাবুকে কোনও সন্দেহ নেই। এই প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, কোভিড ১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই চিকিৎসকরা মোবাইল ফোন এবং বাড়ির দরজার হাতল ছিটকিনি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকদের পরামর্শ, ৭০ শতাংশ এলকোহল মিশ্রিত হ্যান্ড সানিটাইজার বা নিদেনপক্ষে ডেটল জল দিয়ে তুলো বা পাতলা কাপড়ের সাহায্যে অল্প ভিজিয়ে মোবাইল স্ক্রিন পরিষ্কার করতে হবে। একই পদ্ধতিতে দরজার হাতলও পরিষ্কার করতে হবে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার করোনা চিকিৎসা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। এই মর্মে নির্দেশিকা জেলা স্বাস্থ্য অধিকর্তার দফতর, জেলা শাসকদের কাছে পৌঁছে গিয়েছে।
যা খবর, করোনা চিকিৎসা কেন্দ্রগুলিতে প্রবেশ করতে গেলে মোবাইল প্রধান দরজায় জমা রাখতে হবে। তার জন্য 'স্লিপ' পাওয়া যাবে। পরে বেরোনোর সময় 'স্লিপ' জমা রেখে মোবাইল ফেরত পাওয়া যাবে। কিন্তু, এই ভাবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলে হাসপাতালের কাজের অসুবিধা হতে পারে। ডাক্তারবাবু এবং নার্সদের পারস্পরিক যোগাযোগ সমস্যায় পড়বে। সেই জন্য, রাজ্য সরকার হাসপাতালগুলিতে ইন্টারকম ব্যবস্থা চালু করেছে। ডাক্তারবাবুরা মোবাইল ফোনকে অনেক আগে থেকেই সন্দেহের তালিকায় উপরের দিকে রেখেছিলেন। কারণ, টাচস্ক্রিন মোবাইলের স্ক্রীনে সব সময় হাত দিতে হয়। সেক্ষেত্রে করোনা হাসপাতালে এই ফোনের ব্যবহার বিপদজনক।
এদিকে, কেন্দ্রীয় সরকার সারা দেশের সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সাবধানবাণী দিয়েছে। সংবাদমাধ্যমের কর্মীদের এবং কর্তৃপক্ষকে সাবধানবানী দেওয়া হয়েছে।