কলকাতা: ফের মূল্য বৃদ্ধির আশঙ্কা। রাজ্য জুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স এসোসিয়েশনে। ৩১শে অগাস্ট রাজ্য জুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ওই দিন সম্পূর্ণ বন্ধ থাকবে তেল ক্রয়-বিক্রয়। পাম্প মালিকদের কমিশন বৃদ্ধির পাশাপাশি মোট তিনটি দাবিতে এই ধর্মঘটের ডাক। গোটা দিন পেট্রোল পাম্প বন্ধ থাকলে সমস্যায় পড়তে হবে রাজ্যের মানুষকে৷ ধাক্কা খাবে পরিবহণ৷
আরও পড়ুন- স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর ‘পুলিশ পদকে’ সম্মানিত হবেন সৌমেন সহ ১০ অফিসার
চলতি মাসের গোড়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন। সেই সময় তেল শূন্য হয়েছিল বাংলার একাধিক জায়গা৷ পরে ইন্ডিয়ান অয়েলের (আইওসি) আশ্বাসে তিনদিনের মাথায় ধর্মঘট ওঠে। ট্যাঙ্কার মালিকদের অভিযোগ ছিল, টেন্ডারে পরিবহণ খরচ কমিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। ৪ অগাস্ট ইন্ডিয়ান অয়েলের তরফে যে টেন্ডার ডাকা হয়েছিল তাতে ট্রান্সপোর্ট রেট অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়া হয়। লোকাল ভাড়া ২৮০০ থেকে এক ধাপে কমিয়ে ২১০০ টাকা করা হয়। এছাড়া ৬০টি চুক্তিবদ্ধ ট্যাঙ্কারকে বসিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের যাদ দেওয়া হয়৷ এই ধর্মঘটের জেরে ১৯৬টি গাড়ি সম্পূর্ণ বসে গিয়েছিল। ইন্ডিয়ান অয়েলের পাশাপাশি সব ইউনিয়নই এই প্রতিবাদে সামিল হয়।তেল না পৌঁছনোয় সমস্যায় পড়েছিল হাজার হাজার মানুষ৷