কলকাতা: চুক্তিবদ্ধ ট্যাংকার বসিয়ে দেওয়া এবং গাড়ির ভাড়া অস্বাভাবিকহারে কমিয়ে দেওয়ার প্রতিবাদে তেলের ট্যাংকার ধর্মঘটের জেরে কলকাতা, হাওড়া সহ সংলগ্ন কয়েকটি জেলায় জ্বালানি সরবরাহের অভাবে পেট্রল পাম্পগুলিতে পেট্রোল-ডিজেলের অভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পাম্প ড্রাই হয়ে গিয়েছে বলে পাম্প মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল পেট্রোল ডিজেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন জানিয়েছেন। হাওড়ার মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোতে আজ ট্যাংকার ভর্তি না হওয়ায় কলকাতা, হাওড়া ছাড়াও দুই চব্বিশ পরগনা এবং নদীয়ার একাংশের পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা যায়নি বলে তিনি জানান।
ওয়েস্ট বেঙ্গল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন বলেন, সকাল থেকে হাওড়ার মৌরিগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে ট্যাঙ্কার মালিকরা পেট্রল এবং ডিজেলের গাড়িগুলি রিফিল করেননি। ফলে হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ার একাংশে তেল সরবরাহ করা যায়নি। ওয়েস্টবেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ট্রান্সপোর্ট রেট অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়া হয়েছে, এর কারণেই তারা ধমঘটে নেমেছেন। অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার চট্টোপাধ্যায় বলেন, দাবি না মানলে আন্দোলন চলবে।