আলিপুর: তৃণমূল সমর্থকদের হাতে আক্রান্ত বিজেপির ৩ কর্মী। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির শ্যামনগরের ঘটনা। অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূল সমর্থকরা বিজেপি পতাকা, ব্যানার, ফেস্টুন খুলে ফেলেন।
প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। বাঁশ, রড দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। আহত হয় তিন বিজেপি কর্মী। এর মধ্যে পাঁচুগোপাল নস্কর নামে এক বিজেপি কর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে জামতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
বারুইপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার, রাত সাড়ে দশটা নাগাদ বিজেপি কর্মী চন্দন মণ্ডলের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। মুখে তৃণমূলের পতাকা বেঁধে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।