এজলাস বয়কট, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আপাতত SSC শুনানি নয়, সাময়িক স্বস্তিতে পার্থ

এজলাস বয়কট, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আপাতত SSC শুনানি নয়, সাময়িক স্বস্তিতে পার্থ

কলকাতা:   পরপর সিবিআই তদন্তের নির্দেশ৷  নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কেন ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে সরব হলেন? প্রতিবাদে বুধবার সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টের বাইরে বিক্ষোভ শুরু করেন আইনজীবীদের একাংশ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোর্ট বয়কট করেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। কোর্টের বাইরে তুমুল হই হট্টোগোল শুরু করেন তাঁরা৷  

আরও পড়ুন- হাঁসখালি ধর্ষণকাণ্ডের তদন্তে সিবিআই, ‘ফাঁসি হোক’, চাইছে পরিবার!

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, জুনিয়র মহিলা অ্যাডভোকেট মনে হয় কিছু বলতে চাইছেন। তাঁরা চিৎকার করছেন। ম্যাডাম আপনাদের সমস্যা কোথায়? আমাকে বলুন৷ দয়া করে শান্তি বজায় রাখুন৷  এর পরেই বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, যাঁরা মামলার সঙ্গে যুক্ত নন, তাঁদের এখান থেকে চলে যেতে বলুন। এই কোর্টের সামনে কেন ভিড় করেছেন আপনারা?  এ ভাবে চিৎকার করলে কি শুনানি হওয়া সম্ভব? 

তিনি আরও বলেন, আপনারা রাজনীতি করছেন করুন। কিন্তু আমি রাজনীতি করছি না। দুর্নীতির বিরুদ্ধে আদালত বিচার করছে। তাহলে সমস্যা কোথায়? যদি আমার অর্ডার পছন্দ না হয়, উচ্চ বেঞ্চে বা আদালতে যান। কিন্তু বেঞ্চ বদল না হলে কোর্ট বয়কট করা যায় না৷  তবে বিক্ষোভের জেরে আপাতত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি’র শুনানি হবে না৷ 

এদিন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাসেলের আইনজীবীদের মধ্যেও এজলাসের ভিতরে হাতাহাতি হয়। তবে সেই সময় বিচারপতি এজলাসে ছিলেন না৷ পরে বিজেপি’র আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে যান৷ 

এদিকে ডিভিশন বেঞ্চের রায়ে আপাতত স্বস্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্ৰুপ-ডি, গ্ৰুপ-সি সহ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের উপর চার সপ্তাহের স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷  অর্থাৎ এসএসসি নিয়োগ সংক্রান্ত কোনও মামলায় চার সপ্তাহ  তদন্ত করতে পারবে না সিবিআই। আগামী ১৩ মে পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। 

মঙ্গলবার এসএসসি গ্রুপ ডি এবং নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হলে পার্থ-র হাজিরার নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতিরা। বুধবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়৷ এবং বেঞ্চ প্রাক্তন শিক্ষামন্ত্রীর সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানোর নির্দেশ দেয়। পাশাপাশি এসএসসি সংক্রান্ত যে সকল মামলার শুনানি চলছিল, সবগুলির উপরেই চার সপ্তাহের স্থগিতাদেশ দেয় আদালত।