ভোটের কাজে ব্যস্ত! আইকোর মামলায় CBI-এর তলব এড়ালেন পার্থ চট্টোপাধ্যায়

ভোটের কাজে ব্যস্ত! আইকোর মামলায় CBI-এর তলব এড়ালেন পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা:  আইকোর মামলায় আজ সিবিআই দফতরে যাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়৷ সিবিআই দফতরে চিঠি লিখে সে কথা জানিয়েছেন তৃণমূলের মহাসচিব৷ 

আরও পড়ুন- শূন্য ভাঁড়ার, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল কোভ্যাক্সিন কেন্দ্র

আইকোর মামলা সোমবার বেলা ১১টা নাগাদ হাজিরা দিতে বলে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি সিবিআই দফতরে আসতে পারবেন না৷ তিনি একজন প্রবীণ নাগরিক৷ এবং এই মুহূর্তে তিনি নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন৷ পারলে সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন৷ এই মর্মেই চিঠি গিয়েছে সিবিআই দফতরে৷ এই চিঠির ভিত্তিতে আজই বৈঠকে বসবেন সিবিআই আধিকারিকরা৷ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বা তাঁর অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ 

আরও পড়ুন- আজব আজব কারণে ‘রূপশ্রী’ প্রকল্পে নাম লেখানোর হিড়িক! তালিকায় বিবাহিতরাও

আইকোর মামলায় আজই সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে তলব করা হয়েছিল৷ সিবিআই-এর দাবি, আইকোর মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের হাতে একটি ভিডিয়ো ফুটেজ এসেছে৷ সেখানে আইকোর কর্তার সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ ওই ভিডিয়োতে তাঁকে আইকোরের সমর্থনে বক্তৃতা দিতেও দেখা যায়৷ তিনি কি জানতেন না আইকোরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল? বেআইনি ভাবে আইকোর বাজার থেকে টাকা তুলছে৷ আইকোরের হয়ে কেন বক্তৃতা করলেন তিনি? পাশাপাশি আইকোরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু ক্লাবের ব্যাঙ্ক অ্যকাউন্টেও টাকা গিয়েছিল৷ সেই বিষয়েও পার্থ চট্টোপাধ্যায়ের থেকে জানতে চাইছেন সিবিআই কর্তারা৷ ওই ভিডিয়ো ফুটেজ দেখিয়েও প্রশ্ন করা হত বলে খবর৷ পাশাপাশি ওই অনুষ্ঠানে আর কে কে উপস্থিত ছিলেন তাও জানতে চাওয়া হবে তাঁর কাছে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =