রাজ্যে ৬ করোনা আক্রান্তের মৃত্যু, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

রাজ্যে ৬ করোনা আক্রান্তের মৃত্যু, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

কলকাতা: রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু৷ এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৷ আজ সকালে মৃত্যু হয়েছে বেলঘড়িয়ার এগরোল বিক্রেতার৷ লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ৩৭ জন আক্রান্ত হয়েছেন বলে খবর৷ সরকারি মতে আক্রান্তের সংখ্যা ২৭৷ যদিও আজ এখনও পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন প্রকাশিত হয়নি৷

জানা গিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ৬জনের মধ্যে দু’জন মৃত্যুর পর করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে৷ এদের মধ্যে একজন রয়েছেন বেলগাছিয়ার বাসিন্দা৷ এনআরএস হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যুর হয়েছে বলে জানা গিয়েছে৷ অন্যজন হাওড়ার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ তিনি হাওড়ার মল্লিকফটক এলাকার বাসিন্দা৷ এই দু’জনের ক্ষেত্রে মৃত্যুর পরে কোরানা রিপোর্ট পজেটিভ মিলেছে৷ ওই দু’জনের নমুনা পরীক্ষা করা হয়েছে নাইসেড ও এসএসকেএম হাসপাতালে৷

অন্যদিকে আজ জেনিথ হাসপাতালে মৃত্যু হয়েছে বেলঘরিয়ার এগরোল বিক্রেতার৷ কয়েকদিন আগেই তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন৷ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি৷ কিডনির সমস্যা ছিল তাঁর৷ রক্তচাপের সমস্যা ছিল তাঁর৷ একই সঙ্গে ছিল জ্বর ও শ্বাসকষ্ট৷ পরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়৷ ভেন্টিলেটররের মাত্রা বাড়িয়ে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়৷ আজ সকাল ন’টা ৩৫-এ ওই ব্যক্তির মৃত্যু হয়৷

এই মুহূর্তে গোটা রাজ্যজুড়ে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে৷ বহু মানুষ এখনও চিকিৎসাধীন৷ তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন৷ সরকারি ও বেসরকারি সমস্ত হাসপাতাল মিলিয়ে এখনও পর্যন্ত ৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =