Aajbikel

পাক গুপ্তচর সন্দেহে ব্যক্তি গ্রেফতার খাস কলকাতায়! ধৃত বিহারের বাসিন্দা

 | 
গ্রেফতার

কলকাতা: পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কেউ কেউ দেশে বড় ধরনের হামলার ছক করছে! সম্প্রতি যে ঘটনা সামনে এসেছে তা এমনই কিছুর ইঙ্গিত দিচ্ছে। এর আগে একাধিক শহরে হামলার ঘটনা তো ঘটেছেই, এবার কি তাহলে নিশানায় আছে কলকাতাও? প্রশ্ন উঠছে কারণ খাস কলকাতা থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ আইএসআই সন্দেহে। সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। 

কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, বছর ছত্রিশের ওই ব্যক্তি বিহারের দ্বারভাঙার বাসিন্দা। বিগত কয়েক দিন ধরে সে ক্যুরিয়ারে কাজ করত। এর আগে বেশ কিছু দিন সে দিল্লিতে ছিল। গত ৩ ধরে কলকাতায় আছে। গোপন সূত্রে খবর পেয়ে এই ব্যক্তির হদিশ পেয়েছিল এসটিএফ। সেই মতোই অভিযান চালিয়ে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। তদন্তকারীদের দাবি, ধৃতের মোবাইলে বেশ কয়েকটি ছবি, ভিডিও এবং কিছু গুরুত্বপূর্ণ চ্যাট উদ্ধার হয়েছে। তা থেকে সন্দেহ কোনও বড় পরিকল্পনার অংশ সে। একই সঙ্গে তার বিরুদ্ধে দেশের গোপন তথ্য পাচারের অভিযোগও উঠছে।  

Around The Web

Trending News

You May like