‘ক্ষমতার দম্ভ দেখালে মানুষ সরিয়ে দেবে’! বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

ক্ষমতার দম্ভ নয়৷ শেষ কথা বলবে মানুষ৷ পূর্ব মেদিনীপুরের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ বর্তমানে দলে তাঁর যেই অবস্থান তাতে তাঁর এধরণের মন্তব্য যথেষ্ট অর্থবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ মঙ্গলবার পটাশপুরে আড়াগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রবেশদ্বার ও নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করতে যান শুভেন্দু অধিকারী৷ সেখানের সভাতেই জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার দম্ভ দেখালে মানুষ সরিয়ে দেবে যেমনটা সিপিএমের ক্ষেত্রে হয়েছিল৷ একইসঙ্গে তিনি নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে এনে বলেন শেষ কথা বলবে মানুষই৷  

d8a620495483a213720947a367ec41ba

 

তমলুক: ক্ষমতার দম্ভ নয়৷ শেষ কথা বলবে মানুষ৷ পূর্ব মেদিনীপুরের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ বর্তমানে দলে তাঁর যেই অবস্থান তাতে তাঁর এধরণের মন্তব্য যথেষ্ট অর্থবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ মঙ্গলবার পটাশপুরে আড়াগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রবেশদ্বার ও নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করতে যান শুভেন্দু অধিকারী৷ সেখানের সভাতেই জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার দম্ভ দেখালে মানুষ সরিয়ে দেবে যেমনটা সিপিএমের ক্ষেত্রে হয়েছিল৷ একইসঙ্গে তিনি নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে এনে বলেন শেষ কথা বলবে মানুষই৷  

সভার মঞ্চ থেকে শুভেন্দু আরও বলেন, মানুষের জন্য কাজ না করলে জনতা আপনার কাছ থেকে স্লিপ নেবে কিন্তু ভোট দেওয়ার সময় অন্য জায়গায় দিয়ে আসবে৷ মানুষের অন্তরটা যদি জিততে পারেন, মানুষের আবেগটা যদি জিততে পারেন তাহলেই একমাত্র টিকে থাকবেন৷ আমি ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছি, কাউন্সিলর হয়ে শুরু করেছি আমি লড়তে দিয়েছে আমি চ্যালেঞ্জ নিয়ে লড়েছি৷ একইসঙ্গে শুভেন্দু বলেন, ব্যর্থতাই সাফল্যের মূল চাবিকাঠি৷ সাইকেল থেকে পড়লেই মানুষ সাইকেল চড়া তাড়াতাড়ি শিখে যায়৷ 

পাশাপাশি ভালো কাজ করলে মানুষের ভোট কীভাবে বাড়ে নিজের ভোট বাড়ার প্রসঙ্গ টেনেও সেই উদাহরণ দেন শুভেন্দু৷ তিনি বলেন, ভালো কাজ করলে মানুষের সমর্থন বাড়বে৷ কিন্তু যদি মানুষকে নিয়ে না চলেন তাদের মানুষই সরিয়ে দেবে৷ 

শুভেন্দু এহেন মন্তব্য বেশ অর্থপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷ মন্ত্রীর কথার সারমর্ম সঠিক হলেও তিনি কী তৃণমূলকে বিভিন্ন কাজ না করায় খোঁচা দিচ্ছেন? উঠছে প্রশ্ন৷ প্রশ্ন উঠছে তিনি কী তৃণমূলের শীর্ষে থাকা নেতাদের ক্ষমতার দম্ভের কথা মনে করিয়ে কোনওভাবে বিঁধতে চাইছেন তাদের? একেই শুভেন্দুকে নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছে শাসকদল তৃণমূল৷ তবে সেই অস্বস্তি যে আরও বাড়তে পারে সেই সম্ভাবনাই রয়েছে বেশি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *