মাত্র ১০ দিনেই মমতার ‘ইঙ্গিতে’ লাভবান বাংলার জনতা

মাত্র ১০ দিনেই মমতার ‘ইঙ্গিতে’ লাভবান বাংলার জনতা

কলকাতা: চলতি করোনা পরিস্থিতিতে গত দশ দিনে রাজ্য সরকারের টেলিমেডিসিন প্রকল্প ‘ইঙ্গিত’ থেকে এগারো হাজার গ্রামবাসী চিকিৎসার সুযোগ পেয়েছেন। এরমধ্যে ৬৯ শতাংশ গ্রামের মহিলা চিকিৎসার মাধ্যমে রোগ থেকে সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে৷

এই প্রকল্পে এখনও পর্যন্ত যে ৯৪৫টি হাব তৈরি করা হয়েছে, সেখান থেকেই চিকিৎসক এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা অনলাইনে রোগীদের সঙ্গে কথা বলে ওষুধের প্রেসক্রিপশন করেছেন৷ গ্রামীণ মানুষদের নিখরচায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২ অগস্ট এই টেলিমেডিসিন প্রকল্প চালু করেছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twelve =