‘মানুষের বিবেক নেই’? প্রকাশ্যে ভোটারদের ‘বেইমান’ বললেন অনুব্রত

‘মানুষের বিবেক নেই’? প্রকাশ্যে ভোটারদের ‘বেইমান’ বললেন অনুব্রত

 

বীরভূম: কর্মীসভা থেকে প্রকাশ্যে ভোটারদের বেইমান বললেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ বৃহস্পতিবার বীরভূমের খয়রাশোল ব্লকে দলের কর্মীদের নিয়ে সভা করেন অনুব্রত মণ্ডল৷ সেখান থেকে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলতে থাকেন, মানুষের বিবেক নেই, অন্য কোথাও ভোট দিতে বাঁধে না৷ এদিন খয়রাশোল ব্লকের কোথায় কোথায় কে কে হেরে গিয়েছেন, কোথায় লিড আসেনি এসব নিয়ে দলীয় কর্মীদের প্রশ্ন করছিলেন অনুব্রত৷ এক দলীয় কর্মীকে তিনি জিজ্ঞাসা করেন কত ভোটে হেরে আছেন, উত্তরে তৃণমূল নেতা বলেন ৫৩২৷ এরপর তাকে অনুব্রত বলেন, কোনওদিন কিছুই করেননি৷ প্রশ্ন করেন উন্নয়ন হয়নি? জবাবে নেতা উন্নয়ন হয়েছে বললে অনুব্রত জিজ্ঞাসা করেন তাহলে এই দশা হল কেন? এরপরই অনুব্রত বলেন, মানুষের বিবেক নেই? অন্য কোথাও ভোট দিতে বাধে না? এখানে অন্য কোথাও বলতে যে তিনি বিজেপিকে বুঝিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না৷ 

এরপরদলের এক মহিলা কর্মীর সঙ্গে কথা বলেন অনুব্রত৷ তাকে জিজ্ঞাসা করেন বাড়ি বাড়ি যাচ্ছেন? কী মনে হচ্ছে? এরপরেই অনুব্রত বলেন, দিদি এত ভালো লোক, এত উন্নয়ন করছে৷ কী মনে হয় মানুষ এত বেইমান কেন? এতো বেইমানীর পরিচয়৷ 

এদিন আরও এক দলীয় নেতার সঙ্গে কথা বলেন অনুব্রত৷ তিনি বলেন ৬০০ ভোটে হেরে আছেন কী মনে হয় মেকআপ করতে পারবেন? তার জবাবে ওই কর্মী হ্যাঁ উত্তর দিলে তার নাম নোট করে রাখতে বলেন অনুব্রত৷ বলেন ভোটের পরে তোমাকে ডাকব৷ এদিন অনুব্রতর কথায় স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ উন্নয়ন করেছে তাতে মানুষের ভোট দেওয়া উচিত৷ আর যদি কেউ ভোট না দেয় তাহলে তারা বেইমান৷ প্রকাশ্যে তৃণমূল সভাপতির এধরণের মন্তব্য কী ভাবে নেবেন ভোটাররা৷ এখন সেটাই দেখার৷ শুধু তাই নয় যারা মমতাকে ভোট দেয়নি এদিন তাদের বিবেকহীন বলেও মন্তব্য করেন অনুব্রত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =