নিয়মের পরোয়া নেই, বিধি ভেঙে ব্যাঙ্কের লাইনে ভিড় জনতার

নিয়মের পরোয়া নেই, বিধি ভেঙে ব্যাঙ্কের লাইনে ভিড় জনতার

হাওড়া: করোনা পরিস্থিতি ঠেকাতে লকডাউনের নির্দেশ জারি হয়েছে গোটা দেশে। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা বারবার বলেছেন খোদ প্রধানমন্ত্রী। এদিকে দেশ জুড়েই বিক্ষিপ্তভাবে সেই নিয়ম অমান্যের খবর প্রকাশ্যে এসেছে। ব্যতিক্রম নয় হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বেশ কিছু এলাকাও। সোমবার বাগনানের অন্তর্গত দু'টি ব্যাঙ্কের সামনে দেখা গেছে লম্বা লাইন। এক মিটার দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, কেউ কেউ পরেননি মাস্কও। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে এমনই দৃশ্য ধরা পড়ল।

বাগনানের অন্তর্গত নুন্টিয়া অন্যতম ব্যস্ত এলাকা। কিন্তু লকডাউনের পরিস্থিতিতে কী অবস্থায় আছে জায়গাটি? সোশ্যাল মিডিয়ার ভিডিওটিতে এলাকার দু'টি ব্যাঙ্কের সামনে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে। একটি এলাহাবাদ ব্যাঙ্কের বৈদ্যনাথপুর শাখার কাছে এবং অন্যটি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের নুন্টিয়া শাখার সামনে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হলেও ব্যাঙ্কের বাইরে তা নিয়ে হেলদোল নেই গ্রাহকদের। স্থানীয় এক যুবক এলাহাবাদ ব্যাঙ্কের শাখার বাইরে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের নিয়ম মানার কথা বলতে তড়িঘড়ি কেউ কেউ নাক মুখ চাপা দেন। কাউকে আবার লাইন ছেড়ে পালাতেও দেখা যায়।

অন্যদিকে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের নুন্টিয়া শাখায়ও এদিন দেখা গেছে লম্বা লাইন। সেখানেও নিয়ম অমান্যের দৃশ্য চোখে পড়েছে। প্রশ্ন করলে গ্রাহকদের কেউ কেউ বলেন, 'সবসময় কি আর মাস্ক পরা যায়?' কেউ আবার বলেছেন, 'খেতে পাচ্ছি না। তার ওপর আবার মাস্ক!'

করোনা আতঙ্কে শহরে স্বাস্থ্যব্যবস্থা থাকলেও প্রত্যন্ত গ্রামের মানুষ যে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, সেই অভিযোগ এর আগেও উঠেছে। এদিকে বাগনানের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে প্রকাশ্য দিবালোকে ঘটছে নিয়ম ভাঙার দৃশ্য। এই অবস্থায় প্রশাসনের ভূমিকা নিয়েও স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। বিশ্বের তাবড় তাবড় দেশ যখন করোনা মোকাবিলায় হিমসিম খাচ্ছে, সেখানে জনসাধারণের মধ্যে সচেতনতার অভাব কোভিড ১৯ সংক্রমণ নিয়ে নতুন করে ভাবাচ্ছে বলেই মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *