‘পিসি-ভাইপো’র জোট, অভিনন্দন ‘দিদি’র

কলকাতা: অ-বিজেপি, অ-কংগ্রেসি জোটের পালে হাওয়া লাগতেই উৎসাহ দেখালেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়৷ সপা-বসপার জোটকে স্বাগত জানাল তিনি৷ শনিবার নিজের টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘লোকসভা ভোটের আগে এসপি-বিএসপির জোটকে স্বাগত জানাচ্ছি৷’’ শনিবার দেশের রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ দিয়ে অ-বিজেপি, অ-কংগ্রেসি জোট গঠনের পথে পা বাড়ান মায়াবতী ও অখিলেশ যাদব৷ যৌথ সাংবাদিক বৈঠক ডেকে সাফ জানিয়ে

‘পিসি-ভাইপো’র জোট, অভিনন্দন ‘দিদি’র

কলকাতা: অ-বিজেপি, অ-কংগ্রেসি জোটের পালে হাওয়া লাগতেই উৎসাহ দেখালেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়৷ সপা-বসপার জোটকে স্বাগত জানাল তিনি৷ শনিবার নিজের টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘লোকসভা ভোটের আগে এসপি-বিএসপির জোটকে স্বাগত জানাচ্ছি৷’’

শনিবার দেশের রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ দিয়ে অ-বিজেপি, অ-কংগ্রেসি জোট গঠনের পথে পা বাড়ান মায়াবতী ও অখিলেশ যাদব৷ যৌথ সাংবাদিক বৈঠক ডেকে সাফ জানিয়ে দেন, তাঁদের জোট কোনও শিবিরেই যাবে না৷ কারণ, দুটি দলেই রয়েছে দুর্নীতি৷ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দুই দলই ব্যর্থ৷ ফলে, কংগ্রেস-বিজেপির হাত ধরার কোনও প্রয়োজনীয় তাঁদের নেই৷

বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব রেখে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু করেছেন৷ শিরোনামে উঠে এসেছে মমতার ফেডারেল ফ্রন্ট৷ এর আগে কলকাতায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ফেডারেল ফ্রন্টের পক্ষে সওয়াল করে যান৷ অ-কংগ্রেসি ও অ-বিজেপি জোট গড়তে মরিয়া তিনি৷ ফেডারেল ফ্রন্ট গঠনের লক্ষ্যে দিল্লিতে চন্দ্রবাবু নায়ডুর ডাকে ২১টি বিরোধী দলের বৈঠকও ডাকা হয়৷ এমনকী, ১৯ জানুয়ারি মমতা ব্রিগেড সমাবেশকে ফেডারেল ফ্রন্ট গঠনের মঞ্চ গড়ে তুলতেও ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী৷ শনিবার, উত্তরপ্রদেশে সপা-বসপার জোট গঠনের ঘোষণা হতেই উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ অভিবাদনও জানান তিনি৷ ফলে, মনে করা হচ্ছে, সপা-বসপার জোট মমতা-চন্দ্রশেখর রাও ফেডারেল ফ্রন্টের গঠনের স্বপ্ন পূরণে বেশ কিছুটা অক্সিজেন জোগাবে বাকি বিরোধীদলগুলিকে৷ তবে, মায়া-অখিলেশ ফেডারেল ফ্রন্টের যাবে কি না, তা স্পষ্ট না হলেও বিকল্প জোটের দর কষাকষি যে চলবে, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন না হলেও চলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =