মদন মিত্রের সঙ্গে দোল! বিতর্ক থামাতে ফেসবুকে মুখ খুললেন গেরুয়া পায়েল

ক্ষোভ প্রশমনে কী বার্তা দিলেন বিজেপি প্রার্থী?

কলকাতা: তিনি পূর্ব বেহালার বিজেপি প্রার্থী। এলাকার পরিচিত রাজনীতিবিদ শোভন চট্টোপাধ্যায়কে বঞ্চিত করে তাঁকে দেওয়া হয়েছে বিজেপির প্রার্থী পদ। কিন্তু সেই তিনিই নাকি দোলের দিন সকালে মদন মিত্রের ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন বসন্ত উৎসবে! বিজেপি প্রার্থী পায়েল সরকারের উপর এই ঘটনার ফলে যে বেজায় চটেছেন তাঁর ভক্ত ও দলীয় সমর্থকদের একাংশ, তা বলাই বাহুল্য। ক্ষোভ এড়াতে দোলের পরের দিনই তাই তিনি দিলেন বিবৃতি। 

বিজেপি করার অপরাধেই গত কয়েক দশকে মৃত্যু হয়েছে বহু মানুষের, এদিন সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন টলিউড অভিনেত্রী তথা গেরুয়া প্রার্থী পায়েল সরকার। সেই সঙ্গে গত দিনের বিশেষ এক ছবি নিয়ে যে অনেকেই তাঁর উপর মনোক্ষুণ্ন হয়েছেন, সেকথাও স্বীকার করে নিয়েছেন তারকা। দোল উদযাপন নিয়ে বাড়তে থাকা ক্ষোভকে অঙ্কুরেই বিনাশ করতে এদিন সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তা পোস্ট করেন পায়েল সরকার। তৃণমূল সরকারের বিরোধিতা করে তাঁর সেই পোস্টের পরতে পরতে যেন ছিল মান ভাঙানোর ইঙ্গিত। 

আরও পড়ুন- তৃণমূলের গরু বিজেপির বাগানে! গো-রাজনীতিতে রণক্ষেত্র বাঁকুড়া

ঠিক কী বলেছেন পায়েল সরকার? তাঁর কথায়, “গতকাল দোল উৎসবের একটা ছবি নিয়ে অনেকেই হয়তো আমার উপর মনোক্ষুণ্ন হয়েছেন।” এরপরেই দীর্ঘ পোস্ট জুড়ে তিনি রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে গেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী খুন থেকে শুরু করে ২ মে-র ফলাফল, সবটাই জোড় হাতে জানান তিনি। শেষে দেন তাৎপর্যপূর্ণ বার্তাও। তাঁর কথায়, “২ মে বিজেপি সরকার গঠনের পর বিরোধী শাসক একসাথে মিলেমিশে থাকবে , এই রকম বাতাবরণ পশ্চিমবঙ্গে তৈরি হবে।”

বস্তুত, মদন মিত্রের সঙ্গে দোল উৎসবে পায়েলের পাশাপাশি সামিল হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীও। গেরুয়া শিবিরের এই সমস্ত তারকা প্রার্থীদের আচরণ নিয়ে যারপরনাই ক্ষুব্ধ বিজেপির একাংশ। তবে দোল উদযাপন যে একেবারেই অরাজনৈতিক ছিল, বারবার সেই দাবিই করে এসেছেন তারকারা। সেই পরিপ্রেক্ষিতেই এদিন সোশ্যাল মিডিয়ায় এসেছে পায়েল সরকারের পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 2 =