পাটনা: প্রশান্ত কিশোরের অস্বস্তি বাড়িয়ে পাটনা আদালতে খারিজ হয়ে গেল জামিনের আবেদন৷ প্রতারণা ও চুরির পরিকল্পনার জন্য মামলা দায়ের করা হয়েছে৷ শনিবার প্রশান্ত কিশোরের আবেদনের ভিত্তিতে শুনানি হয়৷ সেই শুনানিতে প্রশান্ত কিশোরের জামিনের খারিজ হয়ে যায়৷
জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারি রাত বিহার কি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রকল্পের সূচনা করেন৷ এই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বিহারকে ভারতের অন্যতম সেরা রাজ্যে পরিণত করার লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে৷ এই সংক্রান্ত একটি ওয়েবসাইডেরও তিনি উদ্বোধন করেন৷ এরপরেই শাশ্বত গৌতম নামে এক ব্যক্তি পাটুলিপুত্র থানায় প্রশান্ত কিশোর ও তাঁর কমর্চারী ওসামার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ নিয়ে আসেন৷
অভিযোগে গৌতম জানিয়েছেন, প্রশান্ত কিশোরের কর্মচারী ওসামা পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের লড়াই করেছিলেন। পরে প্রশান্ত কিশোরের সঙ্গে এই প্রকল্পে যোগ দেন। সেই সময়ই এই প্রকল্প সংক্রান্ত সব কাগজপত্র প্রশান্ত কিশোরের হাতে তুলে দিয়েছিলেন তিনি। প্রশান্ত কিশোরকে বিধানসভা নির্বাচনের তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তৃণমূলের যে কোনও সিদ্ধান্ত প্রশান্ত কিশোরের পরামর্শে নেওয়া হয়৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে কোমর বেঁধে লড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না৷ এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের জামিনের আবেদন খারিজ হওয়ার অর্থ বিজেপির হাতে হাতিয়ার উঠে আসা৷ এই পরিস্থিতি প্রশান্ত কিশোর কীভাবে সামলাবেন তা সময়ের অপেক্ষা৷