কলকাতা: ফের প্রশ্নের মুখে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ গ্রিন বিল্ডিংস থেকে সরাসরি রাস্তায় নেমে এলেন করোনা আক্রান্ত বৃদ্ধ৷ দেখেও দেখলা না কর্তৃপক্ষ! পরে করোনা রোগীকে টেনে হেঁচড়ে, অস্বাস্থ্যকর অবস্থায় তুলে নিয়ে গেল হাসপাতাল৷
আচমকা বেড থেকে বাইরে চলে এলেন করোনা রোগী৷ বেশ কিছুদিন ধরে তিনি কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে ভর্তি ছিলেন৷ আজ সকালে ওয়ার্ড থেকে বেরিয়ে রাস্তায় বসে পড়েন ওই করোনা রোগী৷ জানা গিয়েছে, করোনা সংক্রামিত ব্যক্তি নিমতা এলাকার বাসিন্দা৷
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে গ্রিন বিল্ডিংয়ে৷ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি সন্দেহভাজন রোগীদেরও ওই ভবনে রাখা হয়েছে৷ কিন্তু, আজ সকালে এক করোনা আক্রান্ত রোগীর ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন৷ নিরাপত্তারক্ষী, স্বাস্থ্য কর্মীদের সামনে থেকে বাইরে চলে আসেন বলে অভিযোগ৷ ওয়ার্ডের বাইরে একটি ফাস্ট ফুডের দোকানের সামনে তিনি বসে পড়েন৷
কিন্তু কেন আচমকা ওয়ার্ড থেকে বেরিয়ে পড়েন ওই ব্যক্তি? সংবাদমাধ্যমে করোনা আক্রান্ত এই বৃদ্ধ জানিয়েছেন, ওয়ার্ডে যেভাবে চিকিৎসা চলছে, তাতে তিনি আতঙ্কিত৷ তিনি মনে করছেন, তাঁর কোনও চিকিৎসা হচ্ছে না৷ আর তার থেকে নিষ্কৃতি পেতে হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে এসেছেন তিনি৷ গোটা বিষয়টি জানাজানি হতে হুলস্থুল কাণ্ড বেধে যায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ পরে নিরাপত্তা কর্মীরা তাঁকে নিয়ে যান৷ গোটা ঘটনাটি কীভাবে ঘটল, এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে৷