কলকাতা: মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালের কার্নিশে উঠে পড়ে অনেকক্ষণ ধরেই লাফ দেওয়ার হুমকি দিচ্ছিলেন এক রোগী। শেষ পর্যন্ত দিয়েই দিলেন। হাসপাতালের আট তলায় একটি জানলা দিয়ে কার্নিশে উঠে পড়েন তিনি। শেষ কয়েক মিনিট ধরে সেখানেই বসে, দাঁড়িয়ে লাফ দেওয়ার হুমকি দিচ্ছিলেন। অবশেষে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। আপাতত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের ভিতরে।
আরও পড়ুন- SSC মামলায় বিচারপতির তলব, হাই কোর্টে হাজির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের
শেষ প্রায় ১ ঘণ্টা ধরে ওই রোগী হাসপাতালের ৮ তলার কার্নিশে উঠে হুমকি দিচ্ছিলেন। তাঁর এক আত্মীয়কেও নিয়ে আসা হয় তাঁকে বোঝানোর জন্য। কিন্তু তাতেও লাভ হয়নি। দমকল শুরু থেকে চেষ্টা করে গিয়েছে তাঁকে বোঝানোর বা সেখান থেকে নামানোর। কিন্তু ফল পায়নি। তাঁকে খাবার দেওয়ার চেষ্টা করেন দমকলকর্মীরা। আনা হয় হাইড্রলিক ল্যাডার। তবে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিপজ্জনক অবস্থায় বসে থেকে ওই রোগী শেষ লাফ মারেন। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। রাস্তায় মানুষের ঢল নেমেছিল এই দৃশ্য দেখার জন্য।