সোদপুর: কোভিড হাসপাতালের দোহাই দিয়ে দুর্ঘটনাগ্রস্ত রোগীর চিকিৎসা না করায় দেড় ঘন্টা হাসপাতালে গেটে পড়ে থেকে মৃত্যু হল ৬০ বছরের এক ব্যক্তির। অমানবিক এই ঘটনাটি ঘটেছে খরদহ বলরাম সেবা মন্দির হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোদপুর রাজা রোড সংলগ্ন অঞ্চলে গাড়ির পাশে রাস্তার ধারে ঘুমিয়ে ছিলেন বছরের ষাটের কৃষ্ণা যাদব। রাস্তার ধারে শুয়ে থাকার ফলে অন্য গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় কৃষ্ণ যাদবকে বলরাম সেবা মন্দির হাসপাতালে নিয়ে আসা হলে কোভিড হাসপাতালের দোহাই দিয়ে চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ৷ ফলে অসহায় বৃদ্ধ কৃষ্ণ যাদব হাসপাতালের গেটের সামনেই যন্ত্রণায় গোঙাতে থাকেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় মানুষজন সহ মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অমানবিকতার অভিযোগ সামনে এসেছে৷ বাসিন্দাদের প্রবল বিক্ষোভের জেরে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ পরে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিবারের অবিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হননি৷