মেলেনি সাড়া, হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে বসেই শ্বাসকষ্টে মৃত্যু রোগীর

মেলেনি সাড়া, হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্সে বসেই শ্বাসকষ্টে মৃত্যু রোগীর

আরামবাগ:  করোনাকালে ফের বিনা চিকিৎসায় মৃত্যু রোগীর৷ আরামবাগ সুপার স্পেশালিটি হাসাপাতালের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ৷ জরুরি বিভাগের সামেন অ্যাম্বুলেন্সে বসে থেকেই মৃত্যু হল রোগীর৷ তীব্র শ্বাসকষ্ট সত্ত্বেও মেলেনি চিকিৎসা৷ ভর্তি নেওয়া হয়নি রোগীকে৷ এমনই অভিযোগ পরিবারের৷ তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ 

আরও পড়ুন- কেন্দ্র আর নির্বাচন কমিশন হচ্ছে করোনার ‘সুপার স্প্রেডার’! আক্রমণ সৌগতর

মৃত ব্যক্তির মেয়ের দাবি, বারবার বলার পরেও তাঁর বাবার চিকিৎসা শুরু করেনি হাসপাতাল কর্তৃপক্ষ৷ বহুবার বলা সত্ত্বেও একটা স্ট্রেচারের বন্দোবস্ত পর্যন্ত করা যায়নি৷ গতকাল রাত থেকেই তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর৷ মৃত ব্যক্তির মেয়ে বলেন, ওঁনার কী হয়েছে, আমরা বুঝতে পারিনি৷ হাসপাতালে এসে তাঁর শ্বাসকষ্টের কথা জানানোর পরেও কোনও চিকিৎসা হয়নি৷ কেউ হাত পর্যন্ত দেয়নি৷ বাবার মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করছেন তিনি৷ তিনি আরও জানান, হাসাপাতলের সিকিউরিটি ফোনে ব্যস্ত৷ তিনি কোনও কথা শোনেননি৷ ১ ঘণ্টার বেশি অ্যাম্বুলেন্সের ভিতরে পড়ে ছিলেন রোগী৷ অ্যাম্বুলেন্সের চালকও বহু চেষ্টা করেন৷ কিন্তু রোগীকে ভর্তি করানো যায়নি৷ রোগীর মেয়ে বলেন, বাবা করোনা পজেটিভ কিনা আমরা জানতে পারিনি৷ 

আরও পড়ুন- মেলেনি অক্সিজেন-অ্যাম্বুলেন্স, প্রবল শ্বাসকষ্টে বাড়িতেই মৃত্যু করোনা রোগীর

পাশাপাশি প্রতিটি হাসপাতালে এখন বেড অক্সিজেনের সঙ্কট প্রবল হয়ে উঠেছে৷ সেই সঙ্গে রিপোর্ট পেতেও দেরি হচ্ছে বলে অভিযোগ৷ যার জেরে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও তাঁর পরিজনদের৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 17 =