Aajbikel

যাকে কেন্দ্র করে মদনের 'লড়াই' সেই যুবকের মৃত্যু, শোকস্তব্ধ বিধায়ক

 | 
মদন

কলকাতা: বাইক দুর্ঘটনাগ্রস্ত এক রোগীকে পিজিতে ভর্তি করাতে পারেননি মদন মিত্র। রোগীকে ছ'ঘণ্টা অ্যাম্বুল্যান্সেই রেখে দিতে হয় বলে অভিযোগ করেছিলেন। এছাড়া এসএসকেএম হাসপাতাল নিয়ে এই ঘটনার প্রেক্ষিতে তিনি কী কী বলেছিলেন তা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। কিন্তু যাকে কেন্দ্র করে এইসব ঘটনা ঘটল সেই রোগীকে বাঁচাতে ব্যর্থই হলেন চিকিৎসকরা। খোদ মুখ্যমন্ত্রীর উদ্যোগে মেডিক্যালে ভর্তি করা হয়েছিল ওই দুর্ঘটনাগ্রস্ত রোগী শুভদীপ পালকে। আজ তিনি মারা গেলেন। এই ঘটনায় শোকস্তব্ধ মদন মিত্র। গোটা দিনের কর্মসূচি বাতিল করেছেন রাজ্যের বিধায়ক। 

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল শুভদীপের। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি মারা যান। হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনার কারণে তার ডান দিকের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ডান চোখ, ফুসফুস, পায়েরও বিরাট ক্ষতি হয়েছিল। তার চিকিৎসায় ১১ জনের একটি মেডিক্যাল বোর্ড তৈরি করাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। এতেই ভেঙে পড়েছেন রাজ্যের বিধায়ক মদন মিত্র। তিনি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, তিনি শোকস্তব্ধ এবং আজকের সব কর্মসূচি বাতিল করছেন। 

এই যুবকের কারণেই শুক্রবার মধ্যরাতে এসএসকেম-এ বিক্ষোভ দেখান মদন মিত্র। তাঁর দাবি ছিল, স্বাস্থ্য সচিব, মন্ত্রীকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এখানে দালালরাজ চলছে। টাকার খেলা চলছে চারিদিকে। টাকা দিলে তবেই মেলে স্বাস্থ্য পরিষেবা। এই প্রেক্ষিতেই পিজি বয়কটের দাবি তুলেছিলেন তিনি। যদিও পরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলা হয়। সেই ঘটনার কিছু পরেই সংবাদমাধ্যমে মদন গোটা বিষয়টি নিয়ে অন্য কথা বলেন। জানান, তিনি কী বলেছেন তাঁর কিছুই মনে নেই। পিজি বলতে তিনি 'পোস্ট গ্র্যাজুয়েট' বোঝেন।   

Around The Web

Trending News

You May like