যাকে কেন্দ্র করে মদনের ‘লড়াই’ সেই যুবকের মৃত্যু, শোকস্তব্ধ বিধায়ক

যাকে কেন্দ্র করে মদনের ‘লড়াই’ সেই যুবকের মৃত্যু, শোকস্তব্ধ বিধায়ক

কলকাতা: বাইক দুর্ঘটনাগ্রস্ত এক রোগীকে পিজিতে ভর্তি করাতে পারেননি মদন মিত্র। রোগীকে ছ’ঘণ্টা অ্যাম্বুল্যান্সেই রেখে দিতে হয় বলে অভিযোগ করেছিলেন। এছাড়া এসএসকেএম হাসপাতাল নিয়ে এই ঘটনার প্রেক্ষিতে তিনি কী কী বলেছিলেন তা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। কিন্তু যাকে কেন্দ্র করে এইসব ঘটনা ঘটল সেই রোগীকে বাঁচাতে ব্যর্থই হলেন চিকিৎসকরা। খোদ মুখ্যমন্ত্রীর উদ্যোগে মেডিক্যালে ভর্তি করা হয়েছিল ওই দুর্ঘটনাগ্রস্ত রোগী শুভদীপ পালকে। আজ তিনি মারা গেলেন। এই ঘটনায় শোকস্তব্ধ মদন মিত্র। গোটা দিনের কর্মসূচি বাতিল করেছেন রাজ্যের বিধায়ক। 

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল শুভদীপের। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি মারা যান। হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনার কারণে তার ডান দিকের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ডান চোখ, ফুসফুস, পায়েরও বিরাট ক্ষতি হয়েছিল। তার চিকিৎসায় ১১ জনের একটি মেডিক্যাল বোর্ড তৈরি করাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। এতেই ভেঙে পড়েছেন রাজ্যের বিধায়ক মদন মিত্র। তিনি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, তিনি শোকস্তব্ধ এবং আজকের সব কর্মসূচি বাতিল করছেন।