আস্তে আস্তে অনেক কিছুই বেরোবে! পামেলার গ্রেফতারি প্রসঙ্গে পার্থ

আস্তে আস্তে অনেক কিছুই বেরোবে! পামেলার গ্রেফতারি প্রসঙ্গে পার্থ

কলকাতা: মাদক পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। এদিন তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপিরই কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। এমনকি সিআইডি তদন্ত পর্যন্ত চেয়েছেন পামেলা। এই প্রসঙ্গে দিন মুখ খুললেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ইঙ্গিত দিলেন, আস্তে আস্তে অনেক কিছুই বেরোবে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি প্রাথমিকভাবে এই ব্যাপারে কিছুই জানেন না কিন্তু প্রশাসন, যারা তাদের এই ব্যাপারে গ্রেফতার করেছে, তারা তাদের মত করে কাজ করবে। এ ব্যাপারে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেন, একটু অপেক্ষা করলে অনেক কিছুই বেরোবে। কখনো মেয়ে পাচার করছে, কখনো মাদক পাচার করছে; এইসবে যুক্ত হচ্ছে। উল্লেখ্য, এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় পামেলা গোস্বামী আক্রমণ করলেন বিজেপিরই কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের বিরুদ্ধে! বললেন তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। একই সঙ্গে সিআইডি তদন্ত চেয়ে পামেলা গোস্বামীর বক্তব্য, রাকেশ সিং যাতে গ্রেফতার হন এটাই তিনি চাইছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাকেশ সিং যে এই ঘটনায় অভিযুক্ত তার জন্য তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

গতকাল বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক এবং হুগলির বিজেপি মহিলা পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে নিউ আলিপুর থানার পুলিশ গ্রেফতার করে। জানা গিয়েছে যখন তাকে গ্রেফতার করা হয় তখন পামেলা গোস্বামীর কাছে কয়েক লক্ষ টাকার কোকেন ছিল। বিজেপির এই নেত্রীর সঙ্গে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই প্রেক্ষিতেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চক্রান্ত করে ফাঁসানো যদি হয়ে থাকে পামেলা গোস্বামীকে তাহলে আন্দোলনে নামবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *