বাসে উঠলেই ১০ টাকা! ১৩ রুটে একতরফা ভাড়া বৃদ্ধির ঘোষণা

বাসে উঠলেই ১০ টাকা! ১৩ রুটে একতরফা ভাড়া বৃদ্ধির ঘোষণা

কলকাতা: বাস ভাড়া বাড়াবে না সরকার৷ গণপরিবহণ ব্যবস্থা সচল রাখতে রাজ্য সরকার কোনও ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করবে না, তাও স্পষ্ট নয়৷ কিন্তু, বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে বাড়ছে জ্বালানির দাম৷ সৌজন্য কেন্দ্রের এক্সাইজ ডিউটি, সেস ও রাজ্য সরকারের ভ্যাট, সঙ্গে ডিলার কমিশন৷ তেলের দাম বাড়িয়ে কেন্দ্র-রাজ্য সরকার মুনাফা বাড়ানোর চেষ্টা, খেসারত দিচ্ছে জনতা৷ একদিকে দীর্ঘ লকডাউন ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে বাস ভাড়া বৃদ্ধির দাবি তুলেছে বেসরকারি সংগঠনগুলির৷ কিন্তু, তাতে আতপত্তি রয়েছে৷ ফলে, পথে কমেছে বেসরকারি বাস৷ জীবিকা বাঁচাতে পথে বেরিয়ে নাজেহাল সাধারণ মানুষ৷ সাধারণ যাত্রীদের অসহয়তা সুযোগে চোরাগোপ্তা ভাড়া বাড়াচ্ছে একাধিক বেসরকারি সংস্থা৷

জানা গিয়েছে, রাজ্যের আপত্তি উড়িয়ে একতরফা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকার ১৩টি রুটের বেসরকারি বাস মালিক সংগঠন৷১৩টি রুটের বাস মালিকদের তরফে একতরফা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে৷ ৪৫, ৪৫ এ, ৪৫বি, ৩০বি, ৩০বি/১, ৩০ডি, কেবি২১, ডিএন ৮, ৯৩, ২২৩, ২২১, ২১৯ ও ২১৯/১ রুটের বাসে উঠলেই যাত্রীদের ন্যূনতম ভাড়া ১০ টাকা গুনতে হবে৷ এরপর প্রতি ধাপে ৫ টাকা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নতুন ভাড়া ঘোষণা করে বিভিন্ন রুটের পোস্টার লাগানো হয়েছে৷

বাস মালিকদের দাবি, যেহারে ডিজেলের দাম যেভাবে বেড়েছে, তাতে ভাড়া বৃদ্ধি ছাড়া আর কোনও পথ খোলা নেই৷ কেননা, সরকার ভর্তুকিও দিচ্ছে না, ভাড়াও বাড়াচ্ছে না৷ ফলে, একপ্রকার বাধ্য হয়ে বাড়ছে বাসের ভাড়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 1 =