কলকাতা: পঞ্চম দফার ভোটের জন্য হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলার অধিকাংশ রুট থেকেই বহু বেসরকারি বাস তোলা হয়েছে। এর জেরে রবিবার ছুটির দিন হলেও যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদের ভোগান্তিতে পড়তে হয়েছে। আজ, সোমবারও এই চিত্র বদলের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন বাস মালিকরা।
এমনকী, মঙ্গলবারও পরিষেবা কতটা স্বাভাবিক হবে, তা নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন তাঁরা। উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতায় ভোট না হলেও, বাস তোলার জের পড়েছে শহরেও। মালিকদের দাবি, শহরের বাসও ব্যবহৃত হচ্ছে পঞ্চম দফার ভোটে।
বাস মালিকদের বক্তব্য, সোমবারের ভোটের জন্য শনিবার দুপুর থেকেই বাস তোলা শুরু হয়। সেসব বাস সোমবার রাত কিংবা ভোরের দিকে ছাড়া হবে। ভোরে যেসব বাস ফিরবে, সেসব বাসের কর্মীরা মঙ্গলবার রুটে বাস চালাতে কতটা আগ্রহী হবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে মালিকদের। তবে, কেবল ভোটে কর্মী বা নিরাপত্তা বিভাগের কর্মীদের যাতায়াতে বাস তোলাই নয়, যেসব জায়গায় পরবর্তী পর্যায়ের ভোট রয়েছে, সেখানে নানা রাজনৈতিক সভার জন্যও বাস ভাড়ায় নেওয়া হচ্ছে বলে খবর। সব মিলিয়ে রুটে বাসের সংখ্যা কমেছে বলে দাবি মালিকদের।