চলবে লোকাল, যাত্রীদের নয়া পরামর্শ রেল কর্তার

চলবে লোকাল, যাত্রীদের নয়া পরামর্শ রেল কর্তার

হাওড়া: আগামী ১ নভেম্বর থেকে ৫০% যাত্রী নিয়ে রেল চলাচলের ব্যাপারে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে পূর্ব রেল। এজন্য সম্পূর্ণ তৈরি আছে তাঁরা। একথা জানিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, যাত্রীদের কথা ভেবে রেলের সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে সাধারণ যাত্রীদেরও নিজেদের সুরক্ষার দিক বিবেচনা করে তাঁদের অতিরিক্ত ভিড় এড়িয়ে তলতে হবে৷

শুক্রবার উত্তর২৪ পরগনার কাঁচড়াপারায় রেলওয় প্রটেকশন ফোর্সের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের ফাঁকে অরুণ অরোরা জানান “রাজ্য সরকার খুব ভাল সিদ্ধান্ত নিয়েছে। আমি রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাচ্ছি। সামনে দীপাবলি, ছট পুজো৷ সে ক্ষেত্রে রাজ্যবাসীর কাছে এটা একটা উপহার। কারণ এখনও পর্যন্ত আমরা স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছি৷ সেক্ষেত্রে ১ নভেম্বর থেকে আমরা সবকিছু  স্বাভাবিক করে দেব৷ কিন্তু করোনার সংক্রমণ যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রেখে আমাদেরও কিছুটা সতর্ক থাকা উচিত। যাতে দ্বিতীয় বার করোনা আমাদের হাতের বাইরে না চলে যায়।’’

যদিও ৫০% যাত্রী নিয়ে ট্রেন চালানো আদৌ সম্ভব কিনা এ ব্যাপারে অরুন অরোরা জানান, “এটা রাজ্য সরকারের দেখভালের বিষয়। আমরা গাড়ির সংখ্যা বাড়াব। তবে আমরা কোনও অতিথিকে ঠেলে ফেলে দিতে পারি না। আমরা অনুরোধ করব প্লাটফর্মে অপেক্ষমান যাত্রীরা অতিরিক্ত ভিড় না করে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করেন।”

প্রায় ছয় মাস পর ফের ট্রেন চালুর অনুমতি দিল রাজ্য সরকার। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফে এ কথা জানানো হয়। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই গত কয়েক মাস ধরেই স্টাফ স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। ফলে সাধারণ যাত্রীদের বেশ কিছুটা সময় রুখে পরতে হচ্ছে। তার উপর সম্প্রতি উৎসবের মরশুমে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ কিছুটা বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seven =