উত্তরপ্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে বামেদের অবরোধ, জেরবার রেল যাত্রীরা

উত্তরপ্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে বামেদের অবরোধ, জেরবার রেল যাত্রীরা

54587e3c0177b156666bcb2d4ac7ab07

বাঁকুড়া ও বারাসত: বাঁকুড়া থেকে বারাসত৷ বামেদের বিক্ষোভ কর্মসূচির জেরে নাস্তানাবুদ রেল যাত্রীরা৷

উত্তরপ্রদেশের লখিমপুরের ৫ জন কৃষক হত্যা, কৃষি ও কৃষক বিরোধী, দেশ বিরোধী, জন বিরোধী বৃহৎ কর্পোরেটের স্বার্থবাহী সর্বনাশা তিনটি কৃষি আইন বাতিলের দাবি এবং  প্রতিবেশী বাংলাদেশে নানা জায়গায় শারদোৎসবে মৌলবাদী হামলার প্রতিবাদে সোমবার দেশ জুড়ে রেল অবরোধের কর্মসূচি নিয়েছিল বামেরা৷ এরাজ্যের বাঁকুড়া, মেদিনীপুর, বারাসত সহ বিভিন্ন স্টেশনেও বামেদের দেখা যায় অবরোধ কর্ণসূচি পালন করতে৷

যার জেরে খড়গপুর আদ্রা ও বনগাঁ-বারাসত রেল শাখায় চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের৷ বাঁকুড়ায় টানা এক ঘণ্টা ধরে বামেদের চলা অবরোধের জেরে খড়্গপুর-আদ্রা শাখায় একাধিক ট্রেন আটকে পড়ে৷ সমস্যায় পড়েন রেলযাত্রীরা৷ একই সমস্যা দেখা দেয় বনগাঁ বারাসাত শাখার হৃদয়পুর স্টেশনে। প্রায় ৪০মিনিট ধরে চলে অবরোধ৷ হৃদয়পুরে এদিন বেলা ১২ টা ১০ থেকে ১২ টা ৫০মিনিট পর্যন্ত অবরোধ চলে। অবরোধ চলাকালীন দফায় দফায় যাত্রীদের সঙ্গে বাম কর্মী সমর্থকদের তর্ক চলতে থাকে।

কারণ, দুর্গাপুজোর শেষে এদিনই অনেকের অফিস খুলেছে৷ ফলে রেল অবরোধের জেরে তাঁরা সকলেই ভীষণ সমস্যায় পড়েন৷ যাত্রীদের দাবি, অবরোধ বন্ধ করে ট্রেন ছেড়ে দেওয়া হোক। যদিও আন্দোলনকারীরা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে অবরোধে অনড় থাকে৷ অন্যদিকে সোমবার  সংযুক্ত কিষান মোর্চা সহ অন্যান্য বাম গনসংগঠনগুলির  সদস্যরা ওন্দা স্টেশনে রেল রোকো কর্মসূচী পালন করেন। উপস্থিত ছিলেন কৃষকসভার বাঁকুড়া জেলা সম্পাদক যদুনাথ রায় ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তরুণ সরকার সহ অন্যান্যরা। বাম নেতা  বিশ্বনাথ দে বলেন, হয়তো আমাদের অবরোধের জেরে মানুষকে কিছুটা দুর্ভোগ পোহাতে হল ঠিকই কিন্তু এই জনবিরোধী সরকারকে আটকাতে হলে মানুষকে নিয়ে গণ প্রতিরোধ গড়ে তোলা ছাড়া কোনও উপায় নেই৷ তাই এই পদক্ষেপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *