কলকাতা: কলকাতা ভোটে তৃণমূল অশান্তি পাকানোর চেষ্টা করলে বিধায়কদের নিয়ে শহর অচল করার হুমকি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কমিশন থেকে রাজভবন পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি৷ কিন্তু আজ এমএলএ হোস্টেলের গেটেই ঝুলল তালা ৷ ভিতরে আটকে পড়লেন ৮ বিজেপি বিধায়ক৷ এর মধ্যে পুরুলিয়ার ৫ জন এবং বাঁকুড়ার ৩ জন বিধায়ক রয়েছেন৷ বেরতে না পেরে এমএলএ হোস্টেলের গেটের সামনে বসেই বিক্ষোভ শুরু করেন তাঁরা৷
আরও পড়ুন- খিদিরপুরে আক্রান্ত সিপিএম প্রার্থী ফৈয়াজ, বাম এজেন্টের বাড়িতে ঢুকে হুমকি তৃণমূলের
জানা গিয়েছে, কেউ আজকে আবার কেউ দুই-এক দিন আগেই এমএলএ হোস্টেলে এসেছেন৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিধাননগরে তাঁদের সমবেত হতে বলেছিলেন৷ সেই মতো আজ দুপুরে তাঁরা যখন একসঙ্গে এমএলএ হোস্টেল থেকে বেরতে যান, তখন দেখেন গেটে তালা ঝুলছে৷ এর পরেই তাঁরা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন৷ সেই সময় তাঁরা জানতে পারেন, পুলিশের উপরতলার নির্দেশেই তাঁদের এমএলএ হোস্টেল থেকে বেরতে দেওয়া যাবে না৷
পুলিশ সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশন কলকাতার বাইরের যে সকল জনপ্রতিনিধি রয়েছেন তাঁদের গতিবিধির উপর নিয়ন্ত্রণ জারি করেছে৷ তবে বিজেপি বিধায়করা ইতিমধ্যেই বিষয়টি বিধানসভার স্পিকারের কাছে জানিয়েছেন৷ কারণ এমএলএ হোস্টেল স্পিকারের এক্তিয়ারের মধ্যেই রয়েছে৷ তাছাড়া পুলিশ বা প্রশাসনের তরফে এই ভাবে কাউকে আটকে রাখা যায় না বলেও তাঁরা দাবি তুলেছে৷ এর প্রেক্ষিতে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশও আনতে পারে বিজেপি৷
অন্যদিকে আজ সল্টলেক জিসি ব্লকের দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করার সময় শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করে পুলিশ৷ বিজেপি বিধায়কদের সেখান থেকে বেরতে না দেওয়ার অভিযোগ ওঠে৷ জয়প্রকাশ নারায়ণের সঙ্গে বচসায় জড়ায় বিধাননগর থানা পুলিশ৷
আবার বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে আটকে দেওয়া হয় বাঁকুড়ার বিজেপি বিধায়কের গাড়ি৷ কলকাতা পুরভোট উপলক্ষে শনিবার সকাল থেকেই হাওড়া ব্রিজ, হাওড়া ফেরিঘাট এবং দ্বিতীয় হুগলি সেতুর সংযোগে নাকা চেকিং চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। নাকা চেকিং চলছে কলকাতায় ঢোকার মুখে প্রতিটি পয়েন্টে। রবিবার সকাল থেকেই নাকা চেকিং চলছিল। এদিন দুপুরে দ্বিতীয় হুগলি সেতু টোলপ্লাজার কাছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার গাড়ি আটকে দেয় পুলিশ। বিধায়ক গাড়ি নিয়ে কলকাতায় ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়৷ তাঁকে আটকানোর কারণ জানতে চাইলে পুলিশ জানায়, কলকাতায় পুরভোট চলছে। সেই কারণেই শহরে ঢোকার উপরে নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে, এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আজ সন্ধে ছটায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে যাওয়ার কথা বিজেপি’র প্রতিনিধি দলের৷