কলকাতা: ইংরেজি বছরের প্রথম মাস প্রায় শেষ৷ ফেব্রুয়ারির আগে বঙ্গে বেশ জাঁকিয়ে বসেছে শীত৷ পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ সপ্তাহান্তে শুরু হয়েছে শীতের ঝোড়ো ইনিংস৷ কিন্তু এই সুখ সাময়িক৷ সরস্বতী পুজোয় ফের বৃষ্টির আশঙ্কা৷ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷
আরও পড়ুন- ‘ও দারুণ ছেলে’, BJP সভাপতি সুকান্ত মজুমদারের ‘প্রশংসা’য় পঞ্চমুখ কেষ্ট
পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরতেই আকাশে ঝলমল করে উঠেছে রোদ৷ কাঁপুনি ধরেছে বঙ্গে৷ কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার হচ্ছে আকাশ৷ কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আর তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গাঙ্গেয় বঙ্গে ঢুকতে শুরু করবে প্রচুর পরিমাণে জ্বলীয় বাষ্প৷ যার ফলে আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে৷ জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এদিকে ৫ তারিখ সরস্বতী পুজো। বৃষ্টির দাপটে পন্ড হতে পারে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে৷ সুন্দর সাজগোজের সঙ্গে সঙ্গী হবে ছাতা৷ পূর্বাভাস আবহওয়াবিদদের৷
এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বঙ্গে শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং। একধাক্কায় পারদ নেমেছে অনেকটা৷ শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়া৷ স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। রবিবারও একই ভাবে ছক্কা হাঁকাবে শীত৷ কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷