কলকাতা: দীর্ঘ সময় ধরে বৃষ্টির জন্য প্রায় চাতকের মতো অপেক্ষা করছে বাংলার মানুষ। লাগাতার তাপমাত্রা বৃদ্ধি এবং অসহ্য গরমে নাজেহাল অবস্থা সকলের। তবে চলতি সপ্তাহ থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই অনুযায়ী আজ শহর কলকাতায় হল বিক্ষিপ্ত বৃষ্টি। কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ হয়েছে। এদিকে মালদহে বাজ পড়ে মৃত্যু হয়েছে একাধিক জনের।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হয়েছে এবং আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় একই ভাবে বৃষ্টি হতে পারে। অর্থাৎ চলতি সপ্তাহে ভালো মতোই বৃষ্টি পেতে চলেছে শহর কলকাতার মানুষ। অন্যদিকে, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে একদিকে যেমন স্বস্তি মিলেছে কিন্তু বাজ পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। একসঙ্গে এক হাইস্কুলের সাতজন ছাত্রছাত্রী গুরুতর আহত হয়েছেন বলেও খবর। তবে শুরু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।
ইতিমধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করা হয়েছে। বৃষ্টি বাড়বে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়া প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলেও সতর্কতা জারি হয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।