অবস্থান জানতে চেয়ে মিহিরকে চিঠি পার্থর, নৈতিকতার প্রশ্ন তুলে পাল্টা চিঠি বিধায়কের

অবস্থান জানতে চেয়ে মিহিরকে চিঠি পার্থর, নৈতিকতার প্রশ্ন তুলে পাল্টা চিঠি বিধায়কের

কলকাতা: ২৭ নভেম্বর দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী৷ এরপরও তাঁর রাজনৈতিক অবস্থান জানতে চেয়ে বিধায়ককে চিঠি দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ যদিও তার পাল্টা দিয়েছেন মিহির গোস্বামী৷ তৃণমূল ছেড়ে বিজেপি–তে যাওয়া ১২ জন বিধায়ককে ৬ জানুয়ারি শোকজের নোটিশ ধরিয়েছে তৃণমূল। তাঁদের মধ্যে রয়েছেন মিহির গোস্বামীও৷

মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় চিঠিতে লেখেন, ‘‌আপনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হওয়া বিধায়ক। কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্যের জেরে আপনি দলের সঙ্গে রয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে আপনাকে নিজের অবস্থান জানানোর অনুরোধ করা হচ্ছে।’‌ পার্থর এই চিঠি পাওয়ার পর তার পাল্টা চিঠি পাঠান বিজেপির নব্য নেতা মিহির গোস্বামীও৷ 

পাল্টা চিঠিতে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহিরবাবু লেখেন, বাম–কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ১৯ জন বিধায়ক। তাঁদের ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল? মিহির গোস্বামী জানিয়েছেন, ‘‘চিঠি পাঠালেও স্ট্যাম্প নেই। পার্থ পাঠিয়েছে কিনা জানি না। তাও ধরে নিলাম। গতকাল আমিও চিঠি পাঠিয়েছি। আমি বিধায়কদের নাম দিয়ে উল্লেখ করে বলেছি। নৈতিকতা তৃণমূলের মানায় না।’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *